এসময় গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (১৩ জুলাই) মধ্যরাতে টেকনাফ হ্নীলা রঙ্গিখালী উলুচামারিতে এই ঘটনা ঘটে। গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হ্নীলা রঙিখালীর আবুল আলম বাহিনী ও তার ছেলে মো. আফ্রিদির সঙ্গে একই এলাকার আরেক অস্ত্রধারী জালাল বাহিনীর মধ্যে মাদক সংক্রান্ত বিরোধ রয়েছে। মূলত এই ঘটনার জেরে রোববার রাতে মো. আফ্রিদির বসতঘরে জালাল বাহিনীর প্রধান জালালের নেতৃত্বে গুলিবর্ষণের ঘটনা ঘটে। একের পর এক গুলির শব্দে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
রোহিঙ্গা ক্যাম্পে মিললো সাব মেশিন গান, নবী হোসেন গ্রুপের ৪ সদস্য আটকরোহিঙ্গা ক্যাম্পে মিললো সাব মেশিন গান, নবী হোসেন গ্রুপের ৪ সদস্য আটক
ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গত রোববার রাতে টেকনাফের হ্নীলা রঙ্গিখালী উলু চামারিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কে বা কারা গোলাগুলির ঘটনা ঘটিয়েছে তা বিস্তারিত পাওয়া যায়নি। গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পৌঁছালে অস্ত্রধারীরা পালিয়ে যায়। বর্তমানে তাদেরকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@