ভৈরবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেছে বিএনপি।সোমবার (১৪ জুলাই) সকালে ঢাকা–সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড়ে ঘন্টাব্যাপী এ প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন।সভায় আরও বক্তব্য রাখেন পৌর যুবদলের সদস্যসচিব জোবায়ের আল মাহমুদ আফজাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজোয়ান উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়াজ মোরশেদ আঙ্গুর এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।বক্তারা অভিযোগ করে বলেন, তারেক রহমানকে নিয়ে একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে কটুক্তি ও মিথ্যাচার করছে। একইসঙ্গে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে রাজনীতিতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। এ ধরনের ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।প্রতিবাদসভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা ভৈরব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০