ছবিঃ সময়েরকন্ঠে
কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্সল্যাবের দিকে পথযাত্রা শুরু করেছেন। এর আগে তারা তাঁতীবাজার মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
বুধবার কলেজ প্রাঙ্গণ থেকে বেলা সাড়ে ১১টার দিকে মিছিল বের হয়ে রায় সাহেব বাজার হয়ে তাঁতীবাজার মোড়ে এসে শিক্ষার্থীরা অবস্থান নেন। দুপুর আড়াইটা পর্যন্ত সড়ক অবরোধের কারণে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ইয়ামিন বলেন, ‘আমরা তাঁতীবাজার মোড় অবরোধ করেছি। এখন সায়েন্সল্যাবের দিকে যাচ্ছি। আমাদের পরবর্তী কর্মসূচি সেখানে ঘোষণা করা হবে।’
অন্য একজন শিক্ষার্থী বলেন, ‘আমাদের দাবি নিয়ে বারবার শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছি, কিন্তু কোনো আশানুরূপ ফল পাইনি। বাধ্য হয়ে আজ আমরা ব্লকেড কর্মসূচি নিয়েছি। যতক্ষণ অধ্যাদেশ জারি হবে না, আমাদের আন্দোলন চলবে।’
কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী সাদমান সাজিদ ওয়াসি বলেন, ‘দীর্ঘদিন ধরে চলমান এই আন্দোলনে কর্তৃপক্ষের ধীরগতি শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের একমাত্র দাবি হলো দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ কেবিনেটে উপস্থাপন করে রাষ্ট্রপতির মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@