দিনাজপুরের সকল উপজেলার বাজারে নতুন আলু আসার পর হঠাৎ করে পাইকারি ও খুচরা বাজারে আলুর দাম বেড়ে গেছে। তবে পুরাতন আলুর দাম অপরিবর্তিত থাকায় চাহিদা বেড়েছে পুরাতন আলুর।
গত কয়েকদিনে দিনাজপুরের বিভিন্ন বাজার এই এমন প্রবনতা দেখা গেছে। নতুন আলু ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হলেও পুরাতন আলু বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকা কেজি দরে। তবে কিছু কিছু ক্ষেত্রে ছোট হাট বাজারগুলোতে কেজি প্রতি মূল্য আরো বেশি নেওয়া হচ্ছে। সেখানে নতুন আলু প্রকার ভেদে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রচণ্ড শীতের কারনে ক্ষেত থেকে আলু তোলার শ্রমিক সংকটকে আলুর দাম বৃদ্ধির কারণ হিসেবে মনে করা হচ্ছে। আর তাছাড়াও জেলার বাজারে যে পরিমান আলু উঠছে তার বেশির ভাগই দেশের বিভিন্ন বিভাগে আমদানি হয়ে হওয়ার কারণে স্থানীয় বাজারে আলুর দাম বেড়েছে বলে ব্যবসারিয়া মন্তব্য করেছেন। বাজার ঘুরে দেখা গেছে সাদা, সেভেন, সানশাইন, দেশি শাখিতা, স্টারিস, গোল আলু দোকানগুলোতে জাতভেদে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৬০ টাকা পর্যন্ত কেজি দরে। খুচরা ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায় নতুন আলু বেশি দামে কিনতে হচ্ছে বলে, বেশি দামে বিক্রয়ও করতে হচ্ছে। জেলার বড় বড় কাঁচাবাজারগুলোতে দেখা যায় বেশিরভাগ পাইকারি দোকানে নতুন আলুর মজুদ নেই বললেই চলে, তাই মানুষ পুরাতন আলু কেনার প্রতি ঝুকছেন। আলুর পাইকারি ব্যবসায়ীরা বলেন, শীতের কারণে কৃষক আলু উত্তোলন করতে পারছে না বলে আলুর দাম কিছুটা চড়া। তবে শীত কমলে আলুর দাম স্বাভাবিক পর্যায়ে আসবে বলে মনে করছেন সকলে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@