মাগুরা-২ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোয়াজ্জেম হোসেন। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে তিনি মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আহাদ ও শহীদ সুমনের মা উপস্থিত থেকে প্রতীকীভাবে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোয়াজ্জেম হোসেন বলেন,
“আমি সবসময় দল-মতের ঊর্ধ্বে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করেছি। মাগুরা-২ আসনের মানুষের প্রত্যাশা ও অধিকার বাস্তবায়নের লক্ষ্যেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।
উল্লেখ্য, মোয়াজ্জেম হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক। তিনি সাবেক স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একান্ত সহকারী সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জুলাই শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেওয়াকে তিনি গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে উল্লেখ করেন।
স্থানীয়দের মধ্যে তার প্রার্থিতা নিয়ে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক আলোচনা লক্ষ্য করা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাগুরা-২ আসনে মোয়াজ্জেম হোসেনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ, এবারের নির্বাচনী মাঠে নতুন গতি ও ভিন্ন মাত্রা যোগ করেছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@