তারপর এভারকেয়ার হসপিটালে খালেদা জিয়াকে মনিটরিং করা ডাক্তার প্যানেল একটি প্রেস কনফারেন্স করে তার স্বাস্থ্যের আপডেট ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে দেশবাসীকে আশ্বস্ত করে। তখন গুঞ্জনটি একদম নিঃশেষিত পর্যায়ে চলে গিয়েছিল। কিন্তু ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করতেই যেন গুঞ্জনটি আবার দেশের নাগরিক জীবনে চড়াও হয়ে উঠেছে। তার পেছনে যথেষ্ট কারণও রয়েছে।
তারেক রহমান ২৪ শে ডিসেম্বর থেকে দেশে ফেরার সকল আপডেট ওনার ভেরিফাইড একাউন্টে ধাপে ধাপে পোস্ট দিয়ে আসছেন। লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে বিমানে উঠা, বাংলাদেশের আকাশে বিমান পৌঁছানো, সিলেট বিমানবন্দরে অবতরণ, তারপর শাহজালাল বিমানবন্দর থেকে নেমে দেশের মাটিকে স্পর্শ, তারপর নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়, শ্বাশুড়ির সাথে দেখা, উপেক্ষিত জনতার উদ্দেশ্যে ভাষণ এবং পরেরদিন বাবার কবর জিয়ারত করতে যাওয়াসহ সকল কিছু তিনি ফেসবুকে ধারাবাহিকভাবে আপডেট দিয়েছেন। কিন্তু এভারকেয়ার হসপিটালে মাকে দেখতে গিয়েছেন সেটির কোনো আপডেট তিনি ফেসবুকে দেননি। অনেকেই আমাকে কাউন্টার দিয়ে বলবেন এভারকেয়ার হসপিটালে মিডিয়াকর্মীদের প্রবেশ ও ভিডিও করা নিষিদ্ধ। ঠিক আছে আপনার কথা, কিন্তু আমরা এর আগেও দেখেছি খালেদা জিয়া এভার কেয়ারে চিকিৎসাধীন আছেন এবং সেখানের ফটো ও ভিডিও ক্লিপ মিডিয়ায় আপডেট দিতে। তারেক রহমান ১৭ বছর পর দেশের মাটিতে পা রেখেছেন, ভিডিও না হোক তিনি কি পারতেন না মায়ের সাথে একটি ফটো তুলে দেশবাসীকে আশ্বস্ত করতে? তারেক রহমান যখন ওনার পুত্র হয়েও দেশবাসীকে ব্যাপারটি ক্লিয়ার করতে পারলেন না।
তাহলে আমরা যদি বলি ওনি মারা গিয়েছেন তাহলে সেটি আমাদের দোষ হয়ে যায়। তাইনা? দেশে ফিরে আগে করলেন কালকে টিকানের জন্য এন আই ডি কাড কিন্তু মরার উপরে খাড়া থেকেই বিএনপি দলটা আছে আসলেই তারেক তার মার জন্য নয় আবারো শুরু হবে এই দেশে ভারতীয় আধিপত্য সেই দলের নাম আওয়ামী লীগ বনাম বিএনপি'র তারেকুর রহমান চলবে
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@