পীরগঞ্জে যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের পরপরই পীরগঞ্জ উপজেলা স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপরই পর্যায়ক্রমে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে পীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। পরে কুচকাওয়াজ প্যারেড অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দলগুলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাছবীর হোসেন এবং পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম স্যালুটের মাধ্যমে অভিবাদন জানান।
এছাড়াও শহীদ বীর মুক্তিযোদ্ধা আবু ইশহাকের কবর জিয়ারত করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সেনানীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এন. এম. আশফাকুল কবীর, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সার্বিকভাবে দিবসটি ঘিরে পীরগঞ্জজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এক আবেগঘন আয়োজন। নতুন প্রজন্মের প্রতি সঠিক ইতিহাস তুলে ধরতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@