ওমর ফারুক : মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর নৌঘাঁটি দিগরাজে অবস্থিত যুদ্ধজাহাজ বিএনএস আবু বকর সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। এ উপলক্ষে মোংলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক দর্শনার্থী যুদ্ধজাহাজটি পরিদর্শনে অংশ নেন।
দর্শনার্থীরা যুদ্ধজাহাজে প্রবেশ করে নৌবাহিনীর আধুনিক সামরিক সক্ষমতা, নৌযুদ্ধের কৌশল, অস্ত্রশস্ত্র, যোগাযোগ ব্যবস্থা ও জাহাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন। এ সময় উপস্থিত নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা দর্শনার্থীদের জাহাজের কার্যক্রম, ইতিহাস ও ব্যবহারিক দিক সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।
পরিদর্শনে আসা দর্শনার্থীরা বলেন, মহান বিজয় দিবসে যুদ্ধজাহাজ কাছ থেকে দেখার সুযোগ পাওয়া তাদের জন্য গর্ব ও আনন্দের। এতে দেশের প্রতিরক্ষা শক্তি সম্পর্কে নতুন করে জানার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও নৌবাহিনীতে যোগদানের আগ্রহ সৃষ্টি হবে।
নৌবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মহান বিজয় দিবসের চেতনায় জনগণের সঙ্গে নৌবাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং দেশের সামরিক সক্ষমতা সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@