গাজীপুর, ১৫ ডিসেম্বর ২০২৫
গাজীপুরের কাশিমপুর থানাধীন বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাত মেজর ইব্রাহিমের নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— ১০টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৪টি বাটন মোবাইল, ৫টি সিসি ক্যামেরা, ২টি ওয়াকি-টকি, একটি তলোয়ার, একটি রামদা, ২টি চাপাতি, ৬টি চাকু, ৪টি কাঁচি, ২টি পেপার কাটার, একটি ডিএসএলআর ক্যামেরা, একটি ল্যাপটপ, ২৬টি সিমকার্ড, ২৪ পিস ইয়াবা, ৬টি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার, একটি কাটিং ফ্লায়ার, ৫টি স্প্যানার রেঞ্জ, একটি এল-কি, ২টি নকল ভোটার আইডি কার্ড, ২টি সোনার নেকলেস, ৪টি সোনার চুড়ি ও কানের দুলসহ বিভিন্ন ধরনের বোমা তৈরির সরঞ্জাম।
গ্রেপ্তারকৃতদের নাম— নুর আলম, রানা, রিয়াজ ও শহীদ।
অভিযান শেষে উদ্ধারকৃত মালামালসহ গ্রেপ্তারকৃতদের কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মাহমুদ সাংবাদিকদের বলেন, কাশিমপুর এলাকা থেকে অস্ত্র, মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@