শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে শহীদ বুদ্ধিজীবী শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর পর উপজেলা নির্বাহী অফিসার তাসবির হোসেন-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ, উপজেলা প.প.স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন, মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাফিজুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন সুশিল সহ সুশীল সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মাঝে তাদের আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@