আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে সোমবার (১৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে আখাউড়া থানা এলাকায় অভিযান চালিয়ে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি ইদন মিয়া
(৬৬)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইদন মিয়া আখাউড়া উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত মন মিয়া ও মৃত খোদেজা বেগমের সন্তান।
পুলিশ সূত্র জানায়, ইদন মিয়া আখাউড়া থানার মামলা নম্বর ১৫/২৩৪, তারিখ ১২ নভেম্বর ২০২৪-এর এজাহারভুক্ত আসামি। উক্ত মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৪৪৮, ৩৮৪, ৩৮৬, ৪৩৫, ৪৩৬, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারাসহ The Explosive Substances Act, 1908-এর ৩, ৫ ও ৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বিশেষ অভিযানটি পরিচালনা করেন আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মো. জাহেদুল কাদের ও এসআই (নিরস্ত্র) সুমন কান্তি দে, সঙ্গীয় পুলিশ ফোর্সসহ।
পুলিশ আরও জানায়,
গ্রেপ্তারকৃত আসামিকে
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@