তারিখ: ১১ ডিসেম্বর ২০২৫
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাচিঘাটা রেঞ্জের মুতাজুরি মৌজার পদ্মপাড়া ও খিলপাড়া এলাকায় রাতের আঁধারে চলছে বেপরোয়া মাটি ও গাছ লুটের মহোৎসব। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন ১০ থেকে ১৫টি ট্রাকে বিপুল পরিমাণ মাটি কেটে নেওয়া হচ্ছে। বহু স্থানে গভীর পুকুর সৃষ্টি হওয়ায় এলাকাটি পরিবেশগতভাবে মারাত্মক ঝুঁকিতে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, খিলপাড়া বাজার থেকে টেংগাবর বাজার পার হয়ে প্রায় তিন কিলোমিটার জুড়ে বনের গভীরে ট্রাক চলাচলের নতুন রাস্তা তৈরি করা হয়েছে। এসব রাস্তা নির্মাণের জন্য নির্বিচারে কাটা হচ্ছে গজারি ও অন্যান্য প্রজাতির গাছ। দিন–রাত ভেকু মেশিন দিয়ে মাটি কাটার দৃশ্য চোখে পড়লেও সংশ্লিষ্ট বনবিট কর্মকর্তারা ঘটনাটি সম্পর্কে “অবগত নন” বলে দাবি করেন।
কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রেকর্ডভুক্ত জমি থেকে মাটি কাটার কাজ চলছে। তবে এসব জমির demarcation হয়েছে কিনা—এ প্রশ্নে তিনি স্পষ্ট কোনো জবাব দেননি। বন ধ্বংস করে রাস্তা তৈরি করা এবং ওই রাস্তায় অবাধে ট্রাক চলাচল সম্পর্কে প্রশ্ন করলে তিনিও কোনো সদুত্তর দিতে পারেননি।
এলাকাবাসীর অভিযোগ, সাবেক ইউএনও, রেঞ্জ কর্মকর্তা ও ফরেস্টার শরীফ আহমেদের প্রত্যক্ষ সহযোগিতায় দীর্ঘদিন ধরে এ লুটপাট চলছে। তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের আরও দাবি, স্থানীয় প্রভাবশালী মহলের পার্টনারশিপ সমঝতায় মাটি কাটার কাজ চলছে। ফলে প্রতিনিয়ত ট্রাক চলাচলে গ্রামের রাস্তা নষ্ট হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। খিলপাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে গাছ বোঝাই ট্রাক এলাকাছাড়া হওয়ার দৃশ্য নিয়মিত দেখা গেলেও তা ঠেকানোর মতো কোনো কর্তৃপক্ষ মাঠে নেই।
স্থানীয়দের ভাষ্য—“৫ আগস্টের পর প্রশাসনিক অস্থিরতার সুযোগে বনের ভেতর এখন কার্যত আইনশৃঙ্খলার কোনো অস্তিত্ব নেই।”
পরিবেশবিদরা সতর্ক করে বলেন, এভাবে নিয়মিত মাটি ও গাছ লুট চলতে থাকলে কাচিঘাটার ঐতিহ্যবাহী গজারি বন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে দেশের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়বে।
স্থানীয়রা দ্রুত তদন্ত কমিটি গঠন, লুটপাট বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@