ফোর্সের মনোবল বৃদ্ধি, অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতার ও আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় সংক্রান্তে নির্দেশনা প্রদানের লক্ষে আজ পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন চট্টগ্রাম জেলার লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়া থানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুতি ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন।
এসময় পুলিশ সুপার বলেন, “নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে সর্বোচ্চ সততা, সাহসিকতা, পেশাদারিত্ব ও সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে। সাধারণ মানুষ যাতে নিশ্চিন্তে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্যে নিরাপদ পরিবেশ তৈরিতে জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।
তিনি আরও নির্দেশ দেন-
গুজব, ভুয়া তথ্য ও সোশ্যাল মিডিয়া অপব্যবহার রোধে সাইবার মনিটরিং বাড়াতে হবে। রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়মিত ইন্টেলিজেন্স সংগ্রহের মাধ্যমে আপডেট রাখতে হবে। ভোট কেন্দ্রগুলো নিয়মিত পরিদর্শন করতে হবে। নির্বাচনী এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করতে হবে।
পাহাড়ি ও দুর্গম এলাকায় বিশেষ টহল বজায় রেখে সন্ত্রাসীদের তৎপরতা দমন করতে হবে। সক্রিয় সন্ত্রাসী গ্রুপ, অস্ত্রধারী অপরাধী ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিরাম অভিযান পরিচালনা করতে হবে। সন্ত্রাসীদের তথ্য প্রদানের জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।
অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারে অধিক পুলিশ সদস্য নিয়ে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করতে হবে। জেলা গোয়েন্দা শাখা অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করবে। অস্ত্রধারী সন্ত্রাসী কোনভাবেই এলাকায় থাকতে পারবে না।
অপরদিকে থানায় আগত জনগণের সঙ্গে শালীন, ধৈর্যশীল ও পেশাদার আচরণ করতে হবে। সাধারণ মানুষের সেবা প্রদানে থানাকে মানবিক ও জনবান্ধব করতে হবে। ফোর্সের মনোবল বজায় রাখতে নিয়মিত ব্রিফিং ও সমস্যা–সমাধান আলোচনা করতে হবে। থানার পরিবেশ, ব্যারাক, ডাইনিং পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
পরিদর্শন শেষে পুলিশ সুপার বলেন “চট্টগ্রাম জেলা পুলিশ নির্বাচনে শান্তি, স্থিতি ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আইনের বাইরে কেউ গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান,পুলিশ সুপার বলেন- জেলা পুলিশ সার্বক্ষণিক আপনার পাশে রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@