গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ২নং চাপাইর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুতুবদিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মিজান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মাদকবিরোধী বিশেষ অভিযানটি পরিচালনা করেন কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শাখাওয়াত হোসেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিজান পালানোর চেষ্টা কালে পুলিশ তাকে আটক করে।
পরে দেহ তল্লাশিতে মিজানের প্যান্টের পকেট থেকে ১০০ পিস ইয়াবা এবং ঘরের শয়নকক্ষের বিছানার নিচ থেকে আরও ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মিজানের বিরুদ্ধে পূর্বে চট্টগ্রাম, কালিয়াকৈর ও গাছা থানায় একাধিক মাদক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শাখাওয়াত হোসেন বলেন, গ্রেপ্তারকৃত মিজানের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তার কাছ থেকে ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাকে মাদক মামলায় জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@