০৮।১২।২৫
বাবুল গংদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে সেলিম সিকদার কর্তৃক বিভিন্ন অযাচিত হস্তক্ষেপ ভূয়া তথ্য সংবলিত মিথ্যাচার সম্মান ক্ষুন্ন করার অভিযোগের বিষয়ে সরজমিনে তদন্তের সংবাদ প্রকাশ।
বাবুল আহমেদ পিতা মৃত শহীদুল্লাহ সাং নোয়াপাড়া।
মোঃ ফয়জুল কবির বাবু,পিতা মৃত রেজাউল ইসলাম,১৭৫ স্টেশন রোড গাজী বাড়ি দক্ষিণ বাগিচাগাও ৯ নং ওয়ার্ড।
শাহ আলম পিতা মৃত মুনাফ মিয়া দফাদার বাড়ি শাসনগাছা সর্বসাং আদর্শ সদর কোতোয়ালি জেলা কুমিল্লা গং দ্বয়ের সৎ উদ্দেশ্য নিয়ে বিভিন্ন ব্যবসায় নিজেকে আংশিকভাবে জড়িত করিয়া সরকারের রাজস্ব প্রদানের মাধ্যমে সঠিক কাগজপত্রের মাধ্যমে জায়গা সম্পত্তি নির্ধারণে বেচা বিক্রি করিয়া জীবন জীবিকা নির্বাহ করে আসছেন। উপরোক্ত ব্যবসায়ী দ্বয় উল্লেখিত ব্যবসার উপর সামাজিক মান সম্মান নীতি নির্ধারণের কোন প্রতারণার প্রভাব ভিত্তি স্থাপন না করে সরল মন বিশ্বাসে ভূমি ব্যবসায়ে নিজেদেরকে আত্মনিয়োগ প্রতিষ্ঠিত করিয়াছেন। এই ভূমি ব্যবসায়ের উপর কিছু স্বার্থন্বেষী ব্যক্তিগণ উপরোক্ত ব্যক্তিদের উপর হিংসার বশবতি হয়ে নানা রকম কু-শলা রটনা করিয়া ব্যবসায়ী খাতকে নষ্ট করার হীন উদ্দেশ্যে নিয়ে বিভিন্ন সময় মিথ্যা অপপ্রচার করে যাচ্ছেন সেলিম সিকদার,পিতা মৃত সিরাজুল ইসলাম।এস,বি হাউস উত্তর বাগিচাগাঁও আদর্শ সদর কোতোয়ালি জেলা কুমিল্লা গংরা প্রতিনিয়ত মান সম্মান ক্ষুন্ন ও হয়রানির উদ্দেশ্যে উপরোক্ত তিনজন ব্যবসায়ীদের কে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির করছেন। গত ৪।১২।২৫ ইংরেজি তারিখে ব্যবসায়ী বাবুল আহমেদ, ফয়জুল কবির বাবু,শাহ আলম গংএর বিরুদ্ধে বিভিন্ন প্রকার অবৈধ বেআইনি আইন পরিপন্থী সামাজিক মাধ্যম ফেসবুকে অপপ্রচার করেন। তাছাড়া মহামান্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায়য়ের প্রতি বিরোধিতা করিয়া উক্ত রায়কে কোনরকম আমলে না নিয়ে সেলিম সিকদার গংরা অপত্যহারযোগ্য স্বইচ্ছায় আমোক্তনামা প্রদান করেন তারপর উনারা নিজেদের খেয়াল খুশিমতে এবং অপত্যাহার যোগ্য পাওয়ার অব এটনি আমলে না নিয়ে ক্রমিক নং ১৫৬৯ বহি নং ১,দলিল নং ১৫৬২ তারিখ ১১।২।২৫ ইং রেজিস্ট্রি বায়না কৃত সম্পত্তি বিক্রয়ের আদিষ্টতা হয়েছেন বায়না কৃত সম্পত্তি বেচা বিক্রি ক্ষমতা প্রাপ্ত হয়েছেন বটে ।উল্লেখ্য যে মূল বিষয়ে দেখা যায় যার খতিয়ান নং ৮৯০৯ মৌজা আরাইওরা, জেলনং ৬৫ আদর্শ সদর কোতয়ালী জেলা কুমিল্লা খারিজি খতিয়ান নং ২৫-৮৯৮৪ সেলিম শিকদার মোহাম্মদ লোকমান হোসেন মিজানুর রহমান সর্ব পিতা সিরাজুল ইসলাম খারিজি খতিয়ান নাম্বার ২৫-৮৯৮৩ মোঃ হাসান আলেয়া বেগম, আফরোজ আক্তার স্বামী মৃত আলি আশরাফ,সর্ব পিতা, আলী আশরাফ সর্ব খতিয়ান অপত্যাহারযোগ্য আমোক্ত নামার বলে সার্বিকভাবে আমোক্ত নামা ১৫৬২, তাং৫।২।২৫ ইং আদর্শিত হয়ে উল্লেখিত খতিয়ানের সম্পত্তি মোঃ আনোয়ার হোসেন পিতা মোঃ ইদ্রিস মিয়া পশ্চিম সিং কংশনগর থানা বুড়িচং জিলা কুমিল্লাকে রেজিস্টি বানা পত্রে দলিল নং ৪৮৯৭, তারিখ ১৯।৫।২৪। রেজিস্ট্রি মূলে হস্তান্তর হয়। উপরোক্ত ব্যবসায়ী দ্বয় সরকারের নীতি নির্ধারণ এবং বিজ্ঞ আদালতের সার্বিক নির্দেশনা মান্য করিয়া ভূমি অধ্যাদেশের নিয়ম নীতির আলোকে ভূমি ব্যবসা করে আসছেন। উল্লেখ্য যে সেলিম সিকদার উচ্চ আদালতের রায় কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করিয়া। নিম্নে আদালতে একটি মামলা দায়ের করিয়াই সেলিম সিকদার বাদী বিজ্ঞ আদালতের কোন আদেশ না পাওয়া সত্বেও উপরোক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মিথ্যাচার বেয়াআনি তথ্য সংবলিত উদ্দেশ্যে প্রণোদিত, আইন পরিপন্থী বেআইনি ভাবে উপরোক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছেন। যা মান সম্মান ক্ষুন্নের অভিযোগের শামিল। এই বিষয়ে বাবুল গং কর্তৃক জোর প্রতিবাদ জানিয়েছেন। সেলিম শিকদারের অযাচিত মিথ্যাচার ভুয়া তথ্য সংবলিত সামাজিক যোগাযোগে প্রকাশ করে যাচ্ছেন। এই বিষয়ে বাবুল আহমেদ গং সাইবার অপরাধ ক্রাইম এবং মানহানির মামলা করার প্রস্তুতি গ্রহণেও প্রক্রিয়া অব্যাহত আছে মর্মে জানা যায়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@