চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: বাসস
নির্বাচন কমিশনার ব্রি. জে অব. আবুল ফজল মো সানাউল্লাহ বলেছেন, চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
রোববার (০৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি এ কথা বলেন।
সানাউল্লাহ বলেন, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। ভোটগ্রহণের সময় ও ভোটটক্ষের সংখ্যা বাড়ানো হচ্ছে নির্বাচনের আগের রাতে ব্যালট যাবে।
রোববার দশম সভা হয়েছে। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@