নাসিরনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

- আপডেট টাইম : ০৬:০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / ১০ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পালিত হয়েছে।২৬ মার্চ মহান স্বাধীনতা ও মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।পরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সাংসদ, থানা, প্রেসক্লাব, বিএনপি, এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক দল অঙ্গসংগঠনের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলী ও পুস্পস্তবক অপর্ণ করেন।
উপজেলা প্রশাসন আয়োজনে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বর্নাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরীন এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভুমি কাজী রবিউস সারোয়ার, থানা অফিসার ইনচার্জ খায়রুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সামিউল বাসির, কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্কী, রাফিজ মিয়া,জামায়াতে আমির অধ্যাপক আমিনুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, উপজেলা খেলাফত মজলিস সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।