নরসিংদী জেলা বি এন পির সদস্য সচিব মঞ্জু এলাহী জামিন না মঞ্জুর করেছে আদালত

- আপডেট টাইম : ০৪:০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
- / ১৬০ ১৫০.০০০ বার পাঠক
আজ (১৮ ই ডিসেম্বর ২০২৩ খ্রি.)সোমবার বাংলাদেশ জাতীয়তা বাদী দল নরসিংদী জেলা শাখা বি এন পির সদস্য সচিব মঞ্জুর এলাহী জামিন না মঞ্জুর করেছেন নরসিংদী জেলা জজ কোট।তিনি রাজনীতিক মামলায় প্রায় দীর্ঘ দুই মাস যাবত নরসিংদী জেলা কারাগারে বন্ধী আছেন তিনি।নরসিংদী জেলা বি এন পির সদস্য সচিব মঞ্জুর এলাহী সহ বেশকিছু নেতাকর্মীকে আটক করা হয় বিস্ফোরক মামলায়।প্রথম দফায় আটক করা হয় নরসিংদী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ দিদার হোসেন ভূইয়াকে পরে একই মামলায় গ্রেফতার দেখিয়ে আটক করা হয় জেলা বি এন পির সদস্য সচিব মঞ্জুর এলাহীকে।পরে জামিন না মঞ্জুর করে নরসিংদী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে এবং নতুন করে আরো নয়টি মামলা দেখানো তার বিরুদ্ধে। চলমান বি এন পি একদফা আন্দোলনের কর্মসূচির সাথে সাথে নতুন করে আরো বেশ কয়েকটি মামলা দেওয়া হয়েছে কারাগারে বন্দী থাকা সকল আসামিদেরকে।এজন্য আদালত থেকে জামিন চাওয়াকে অনেক আসামি বন্ধ করে দিয়েছে।কারন জামিন হলে আবার নতুন করে গ্রেফতার দেখিয়ে নতুন মামলা গ্রেফতার করা হয় বলে জানা গেছে।এবং সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে জানা যায় অচিরেই সকল কারাবন্দী নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দিয়ে সুষ্ঠু ধারার রাজনীতির সুযোগ করে দিতে হবে।গণতন্ত্র ফিরিয়ে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি করছে বি এন পির সিনিয়র নেতারা।