ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ কাজী মাসুদ ইবনে আনোয়ার তথ্য প্রযুক্তির সহায়তায় তাৎক্ষণিক হারানো ডায়রীর ভিকটিমের বর্তমান অবস্থান সনাক্ত নিশিত করে মূল রহস্য উদঘাটন ঘাটন করে বাদীকে অবহিত করেন
- আপডেট টাইম : ০৮:০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ৫৩৬ ৫০০০.০ বার পাঠক
তথ্যসূত্রে জানা যায় গত ১১ই মে ২০২৩ ইং তারিখ ফটিকছড়ি থানাধীন বক্তপুর গ্রামের মৃত আব্দুল মালেক ও মাতা জাহানারা বেগমের পুত্র মোঃ বেলাল হোসেন(৩০) নিখোঁজ হয়- পরবর্তীতে ভিক্টিমের স্ত্রী উম্মে সালমা গত ১৪/মে ২০২৩ ইং তারিখ ফটিকছড়ি থানায় একটি নিখোঁজ ডায়রী করেন- উক্ত নিখোঁজ ডায়রীর সূত্র ধরে ভিকটিমকে তদন্ত করে বের করতে গিয়ে ওসির দেখানো নির্দেশনাক্রমে ইন্সপেক্টর তদন্ত মোঃ আরিফ এসআই নাজমুল ও পাশাপাশি তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারে যে উক্ত নিখোঁজ হওয়া ব্যক্তি ঢাকা রামপুরা থানায় একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে রয়েছেন- উক্ত রহস্য উদঘাটন করে বিষয়টি নিশ্চিত হয়ে অফিসার ইন চার্জ নিখোঁজ ডায়েরী করা বাদীকে অবহিত করিয়া নিখোঁজ হওয়া ভিকটিমের নির্দিষ্ট বর্তমান অবস্থান জানিয়ে দেন – পরবর্তীতে বাদী তার স্বামী ভিক্টিমের অবস্থান নিশ্চিত হয়ে উক্ত নিখোঁজ ডায়েরী প্রত্যাহার করেন -এবং পুলিশের এমন বিছুক্ষণতা ও দ্রুত সেবাকে সাধুবাদ জানিয়েছেন সাংবাদিক বৃন্দ ও এলাকার জনগণ এছাড়াও ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার ফটিকছড়ি থানায় যোগদানের পর থেকে থানা এলাকার আইনশৃঙ্খলা উপস্থিতি উন্নতি ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান এলাকাবাসী ও ব্যবসায়ী মহল