হোমনায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

- আপডেট টাইম : ১২:৩৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
- / ৩০৫ ১৫০০০.০ বার পাঠক
উদ্ভাবনী জয়োল্লাসে স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্টিত হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) উপজেলা শিল্পকলা একাডেমী মাঠে এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০ টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমি এসে শেষ হয়। পরে ফিতা কেটে দিনব্যাপী এ ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার,হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হক সরকার,উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেনসহ
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি , শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
উক্ত মেলায় সরকারী-বেসরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৬টি স্টল অংশ গ্রহন করেন ।
বিকালে শিক্ষার্থীদের অংশগ্রহনে অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সন্ধ্যায় উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।