নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

- আপডেট টাইম : ১১:৫১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ২০১ ৫০০০.০ বার পাঠক
শাহাদুল ইসলাম (বাবু) নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁর আত্রাই উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই ও রাণীনগরের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এম পি
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকতার মোছা. নওজেশ আরা, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মমতাজ বেগম, সাংবাদিকবৃন্দ, উপজেলার চেয়ারম্যানগণ সহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাতে মাদক, বাল্য বিবাহ, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ইউএনও।