চট্টগ্রামে একদল তরুণ উদ্যোক্তার পথচারির মাঝে ‘ইফতারি বিতরণ’
- আপডেট টাইম : ০৪:২৩:১৮ অপরাহ্ণ, রবিবার, ২ মে ২০২১
- / ২৮০ ৫০০০.০ বার পাঠক
চট্টগ্রাম ব্যুরো।।
তাঁরা সংখ্যায় খুব বেশি নয়। নানা দুর্যোগ ও উপলক্ষ ঘিরে এগিয়ে যায় মানুষের কাছা কাছি। করোনাকালীন মাক্স ও খাবার বিতরণ, রমজানে খেটে খাওয়া মানুষ, রিকশা শ্রমিক, পথচারি ও গরীব দুখি মানুষের মাঝে ইফতারি বিতরণ, সেহেরি সামগ্রী সহযোগিতা করে যাচ্ছে প্রতিদিন।
চট্টগ্রামের তরুণ একদল উদ্যোক্তার এমন উদ্যোগ এলাকায় সাড়া জাগিয়েছে।
রোববার ২ মে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অসহায় মানুষ ও পথচারীদের মাঝে ইফতার ও মাক্স বিতরণ করেছেন তরুণ উদ্যোক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বহদ্দারহাট হক সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা নুরুল আলম শিপু। আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক, নুরুল হাসান টিপু, আমির মাহমুদ খসরু (রাজু ) ছোটন, আরজু, ওয়াসিম , সাইফুল, রুবেল, তাহের, মো মাসুম, সাজ্জাদ, জিসাদ, হেলান, হানিফ, জাহাঙ্গীর, রাহুল, রমজান, মাসুদ, রোমান, রিয়াজ, আজিজ, মিনহাজ