সোনারগাঁও ইউনিভার্সিটির মুট কোর্ট সোসাইটি কর্তৃক আয়োজিত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে

- আপডেট টাইম : ০৩:৩০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ১ ১৫০০০.০ বার পাঠক
সোনারগাঁও ইউনিভার্সিটির মুট কোর্ট সোসাইটি কর্তৃক আয়োজিত Mock Trial Competition – 2025 অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে
FacebookTwitterEmailShare
এ বিশেষ আয়োজনটি ছিল শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের একটি ব্যতিক্রমী উদ্যোগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য বুলবুল আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ একরামুল ইসলাম, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর হাবিবুর রহমান কামাল,( বিজনেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলামিন মোল্লা ) এবং আইন বিভাগের প্রফেসর ড. এ এস এম তারিক ইকবাল।
মক ট্রায়ালে জুডিকেটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আতিকুস সামাদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইন বিভাগের চেয়ারপারসন ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শারমিন জাহান রুনা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন ল’ ডিপার্টমেন্টের লেকচারার মো:সাগর হোসাইন, সোনারগাঁও ইউনিভার্সিটি আইন বিভাগের সকল শিক্ষক মন্ডলী,সকল
ছাত্র – ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
মুর্ট কোর্ট কম্পিটিশনের মাধ্যমে আগামী ১ বছরের জন্য বেস্ট এডভোকেট হিসেবে নির্বাচিত হন আইন বিভাগে ২৭ ব্যাচের শিক্ষার্থী কাজী শার্দূল আলম প্রণয়। এই আয়োজন শিক্ষার্থীদের আইনি প্রক্রিয়া ও বিচারব্যবস্থা সম্পর্কে বাস্তব জীবনের চিত্র তুলে ধরেন।