কিশোরগঞ্জে হাওড়ে বজ্রপাত, নারীসহ ৩ জনের মৃত্যু

- আপডেট টাইম : ১০:৫১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ৩ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনের হাওড়ে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় পৃথক ঘটনায় এক নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়ন ও খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়ন এবং মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ হাওড় এলাকায় এসব ঘটনা ঘটে।
বজ্রপাতে মৃতরা হলেন- অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত যতীন্দ্র দাসের ছেলে ইন্দ্রজিত দাস (৩০), খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১৪) এবং মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের মৃত আশ্রব আলীর স্ত্রী ফুলেছা বেগম (৪৫)।
অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন ও মিঠামইন থানার ওসি মো. শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ইন্দ্রজিৎ দাস সকালে হালালপুর গ্রামের পাশে হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলে মারা যায়। একই সময় খয়েরপুরের হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান স্বাধীন মিয়া।
অপরদিকে সকালে ফুলেছা বেগম মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের বাড়ির পাশে ধানের খলায় কাজ করছিলেন। এ সময় বজ্রপাতের কবলে পড়ে তিনিও ঘটনাস্থলে মারা যান।