চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের অজুহাতে বেড়েছে ফল ও সবজির দাম
- আপডেট টাইম : ০৮:১২:৪৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
- / ২৮৫ ৫০০০.০ বার পাঠক
সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ ॥
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় সারাদেশের ন্যায় শুক্রবারেও চাঁপাইনবাবগঞ্জে কঠোর লকডাউন চলছে। তবে জেলায় লকডাউনের অজুহাতে পাশাপাশি ব্যবসায়ীরা বিভিন্ন কাঁচা পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে।
আজ শুক্রবার শহরের বিশ্বরোড ফলবাজার ঘুরে দেখা গেছে, খেজুরের দাম বেড়েছে কেজিতে ২০০ টাকা পর্যন্ত, চাম্পা কলার দাম বেড়েছে ডজনে ৩০ টাকা, আপেল কেজিতে ৪০ থেকে ৬০ টাকা, মাল্টাতে বেড়েছে ৩০ টাকা, পাকা পেঁপে ৬০ টাকা বেড়েছে কেজিতে।
এদিকে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। শুক্রবার জেলার বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৩৫ থেকে ১৪৫ টাকা বিক্রি হতে দেখা গেছে, যা গত সপ্তাহে ছিল ১৬০ থেকে ১৬৫ টাকা। ব্রয়লার মুরগির দাম কমলেও সোনালী মুরগি ও লেয়ার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ৩০০ টাকা, লাল লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি।
নিউমার্কেট সবজি বাজার ঘুরে দেখা গেছে, পটল কেজিতে ৩৫ টাকা থেকে বেড়ে ৫০ টাকায়, ২০ টাকার বেগুন কেজি প্রতি ৯০/১০০ টাকা দরে বিক্রি হচ্ছে, ২৫ টাকার শসা কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫০ টাকা, করল্লা কেজিতে ২০ টাকা থেকে বেড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে বাজারে অনেক পণ্যের দাম স্বাভাবির রয়েছে বলে দাবি করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এরপরেরও যদি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হলে নিয়মিত মনিটরিং এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান তিনি।