ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র ঈদের তৃতীয় দিনে কেউ ঢাকায় ফিরছেন, আবার কেউ ছাড়ছেন অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রপচারের জন্য ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পথে গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে ভৈরবে রেলওয়ে জংশনের সামনে সিগন্যালের তার সহ ২জন চোর গ্রেফতার মোংলায় সহকারি অ্যাটর্ণি জেনারেল মনিরুজ্জামান: গণঅভ্যুত্থানের গণআকাংখা হলো সাম্য, মানবিক মর্যাদা ও সুশাসন নিশ্চিত করা সংস্কার সংস্কারের মত চলবে, নির্বাচন নির্বাচনের মত// প্রধান উপদেষ্টার চীন সফর আমাদের জন্য ইতিবাচক ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাড়ির টানে গ্রামে সবাই, রাজধানী ‘ফাঁকা’ ঈদের ছুটিতে কক্সবাজারে প্রাণচাঞ্চল্য,পর্যটকদের বরণে প্রস্তুত হোটেল-রিসোর্ট রাফা খালি করে দিতে বলল ইসরাইলি বাহিনী আজমিরীগঞ্জে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে আহত শিশু সহ আহত ৯

হেফাজতের কেন্দ্রীয় নেতা মুফতি শরিফ উল্লাহ একদিনের রিমান্ডে

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৯:৫৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • / ২৮৩ ৫০০০.০ বার পাঠক

সময়ের কন্ঠ রিপোর্টার।।

রাজধানী যাত্রবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনে মামলায় গ্রেফতার হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফ উল্লাহর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে দুপুর ১২টার পর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আয়ান মাহমুদ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে হাজির করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ডের আদেশ দেন।

এদিন হেফাজতের এ নেতার শুনানির সময় কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

তিনি নিজেই বিচারকের কাছে তার রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থনা করে বলেন, স্যার এ মামলাটি ২০১৩ সালের একটি পুরাতন মামলা। মামলাটি যখন দায়ের করা হয়েছিল তখন প্রশাসনের পক্ষ থেকে বলেছিল মামলাটি নিষ্পত্তি করে ফেলবে। কিন্তু মামলাটি নিষ্পত্তি না করে আজকে এ মামলায় আমাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়েছে। স্যার আমাকে জামিন দেওয়ার অনুরোধ।

এর আগে মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। তিনি জানান, ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল রাতে রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে শরিফ উল্লাহকে গ্রেফতার করেছে।

এডিসি ইফতেখায়রুল ইসলাম বলেন, মুফতি শরিফ উল্লাহ ২০১৩ সালের ৬ মে যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি।

এদিকে, সোমবার (১১ এপ্রিল) মধ্যরাতে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। চট্টগ্রামের হাটহাজারী থেকে র্যাব ও ডিবির যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম বলেন, আজিজুল হককে গ্রেফতারের পর ঢাকায় ডিবি কার্যালয়ে আনা হয়। এরপর তাকে আদালতে পাঠানো হয়েছে। সাম্প্রতিক সহিংসতার ঘটনা এবং ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে আদালতে পাঠানো হয়েছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

হেফাজতের কেন্দ্রীয় নেতা মুফতি শরিফ উল্লাহ একদিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৯:৫৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১

সময়ের কন্ঠ রিপোর্টার।।

রাজধানী যাত্রবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনে মামলায় গ্রেফতার হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফ উল্লাহর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে দুপুর ১২টার পর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আয়ান মাহমুদ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে হাজির করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ডের আদেশ দেন।

এদিন হেফাজতের এ নেতার শুনানির সময় কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

তিনি নিজেই বিচারকের কাছে তার রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থনা করে বলেন, স্যার এ মামলাটি ২০১৩ সালের একটি পুরাতন মামলা। মামলাটি যখন দায়ের করা হয়েছিল তখন প্রশাসনের পক্ষ থেকে বলেছিল মামলাটি নিষ্পত্তি করে ফেলবে। কিন্তু মামলাটি নিষ্পত্তি না করে আজকে এ মামলায় আমাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়েছে। স্যার আমাকে জামিন দেওয়ার অনুরোধ।

এর আগে মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। তিনি জানান, ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল রাতে রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে শরিফ উল্লাহকে গ্রেফতার করেছে।

এডিসি ইফতেখায়রুল ইসলাম বলেন, মুফতি শরিফ উল্লাহ ২০১৩ সালের ৬ মে যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি।

এদিকে, সোমবার (১১ এপ্রিল) মধ্যরাতে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। চট্টগ্রামের হাটহাজারী থেকে র্যাব ও ডিবির যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম বলেন, আজিজুল হককে গ্রেফতারের পর ঢাকায় ডিবি কার্যালয়ে আনা হয়। এরপর তাকে আদালতে পাঠানো হয়েছে। সাম্প্রতিক সহিংসতার ঘটনা এবং ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে আদালতে পাঠানো হয়েছে।