মোংলায় উপজেলা পর্যায়ে ইভলভের মতবিনিময় সভা অনুষ্ঠিত
![](https://somoyerkontha.com/wp-content/uploads/2024/10/FB_IMG_1727975776303.jpg)
- আপডেট টাইম : ১১:৩১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫ ৫০০০.০ বার পাঠক
মোংলায় জেন্ডার বাবন্ধ ও জলবায়ু সংবেদনশীল কার্যক্রমে চাহিদা ভিত্তিক খাত তৈরি ও বাজেট বৃদ্ধি বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক” উপজেলা পর্যায়ে ইভলভ প্রকল্পের মতবিনিময় সভা” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারী (২০২৫) বুধবার দুপুর ১২ টায় মোংলা উপজেলা কৃষি অডিটোরিয়ামে ইভলভ প্রকল্প সিএনআর এস এর সহযোগিতায় আয়োজিত ওই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা কৃষি অফিসার প্রশান্ত হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য অফিসার মোঃ জাহিদুল ইসলাম, মহিলা বিষয় কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যাদব চন্দ্র রায়,পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগী এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ সচেতন নাগরিক সমাজ। মতবিনিময় সভার প্রধান আলোচ্য বিষয় ছিল, উপজেলার বিভিন্ন দপ্তরের দাপ্তরিক কাজ সম্পর্কে সমাজের সুনাগরিকদের সচেতন করা। যাতে তারা কোন দপ্তরে কোন কাজ নিয়ে যেতে হবে সে সম্পর্কে ধারণা অর্জন করতে পারে। উপজেলার দপ্তর গুলোর সাথে নাগরিকদের যাতে সুসম্পর্ক তৈরি হয়। সে বিষয়েও আলোচনা করা হয়।