৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহীদ কাউছার হোসেন বিজয় শর্টফিজ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রশিবির
- আপডেট টাইম : ০৫:৪৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ৮ ৫০০০.০ বার পাঠক
মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহীদ কাউছার হোসেন বিজয় শর্টফিজ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রশিবির
৮ ফেব্রুয়ারী শনিবার লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি আল আমিনের সভাপতিত্বে টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কলেজ সভাপতি এডভোকেট সুফিয়ান কামাল, সাবেক কলেজ সভাপতি জয়নাল আবেদিন ফিরোজ সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, সততা দক্ষতা ও দেশ প্রেমের সমম্বয়ে ছাত্রশিবির কে এগিয়ে যেতে হবে, প্রত্যেকটি কর্মীকে ইসলামের আলোকে নিজেকে পরিচালিত করতে হবে।
তারা আরো বলেন ছাত্রশিবির একটি গতানুগতিক রাজনৈতিক সংগঠন নয় এটিকে শিক্ষা প্রতিষ্ঠানও বলা চলে, ছাত্র হিসেবে দেশে নিজেকে যোগ্য নাগরিক করে তোলে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন পৌর ৮নং ওয়ার্ড ও রানার্সআপ হয় ব্যাবসায় অনুষদ।