মোংলায় জমি জমার বিরোধের জেরে সংঘর্ষ আহত ৩
- আপডেট টাইম : ০৪:৫৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ৩ ৫০০০.০ বার পাঠক
মোংলা প্রতিনিধি :জমি জমার বিরোধের জেরে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মোংলার ১ নং ওয়ার্ডের কুমারখালী এলাকায়।
২০ শে জানুয়ারি (২০২৫) মঙ্গলবার দুপুর ২:৩০ মিনিটের সময় মোঃ মিজানুর রহমান (৪২) তার প্রতিবেশী মোঃ ইব্রাহিম মোল্লা (৪০) মোঃ ইসমাইল মোল্লা (৩৮) মোঃ ইদ্রিস মোল্লা (৩৫) এর সাথে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছে। ওই ঝগড়া বিবাদ স্থায়ীভাবে মীমাংসা করার জন্য মোঃ মিজানুর রহমান মোংলা উপজেলার আমিন সমিতিতে জমি পরিমাপের জন্য একটি আবেদন দাখিল করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মোংলা উপজেলার আমিন সমিতির ৩জন আমিন ২০শে জানুয়ারি (২০২৫) দুপুর দুইটা ৩০ মিনিটের সময় জমি পরিমাপ করতে যায়। এ সময়ে স্থানীয় বিচারকদের উপস্থিতিতে জমি পরিমাপের কাজ শুরু করতে গেলে মোঃ ইব্রাহিম মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী মিজানুর রহমান সহ তার বড় শ্যালক মোঃ আব্দুর রহমান,মিজানুর রহমানের শশুর, মেয়ে, এবং তার স্ত্রীর উপর অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাথাড়ি কোপ শুরু করে। এ সময় সবাই দিকবেদিক ছোটা ছুটি করার এক ফাঁকে মিজানুর রহমানের বড় শ্যালক মোঃ আব্দুর রহমানের উপর চাইনিজ কুড়াল, রড, রামদা দিয়ে উপর্যুপরি কোপ শুরু করে। ওই সময় আব্দুর রহমান চাইনিজ কুড়ালের কোপ খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তাকে রক্ষা করতে তার পিতা দৌড়ে আসলে, তার গায়ে ওই গুন্ডাবাহিনী ইট দিয়ে আঘাত করলে তার গাল এবং মাথা ফেটে ফিলকি দিয়ে রক্ত বের হয়। পরে তার উপরও চলে বর্বরচিত পৈশাচিক নির্যাতন । এ সমস্ত ঘটনা মোবাইলে ভিডিও করার অপরাধে মিজানুর রহমানের মাদ্রাসা পড়ুয়া দশম শ্রেণীর ছাত্রী জান্নাতকে ওই সন্ত্রাসীরা এলোপাথাড়ি মারধর শুরু করে এবং তার হাত থেকে মোবাইল কেড়ে নেয় এবং ভিডিওগুলো ডিলিট করে দেয়। এ সময়ে
তাদের ডাক চিৎকারে এলাকাবাসীর ছুটে এসে তাদেরকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্য আব্দুর রহমানের অবস্থা আসংখ্যজনক বিধায় খুলনা হাসপাতালে রেফার করে ডাক্তার। পুলিশের সহায়তায় পরিস্থিতি শান্ত রয়েছে।