ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি’র নতুন কমিটি গঠন ঠাকুরগাঁওয়ে স্কাউটস ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন পিরোজপুর জেলা প্রশাসক কর্তৃক প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ ও পৌর শহরের সৌন্দর্যবর্ধনের কিছু স্থাপনা উদ্বোধন নতুন বছরে যেসব প্রতিজ্ঞা করল ছাত্রশিবির ফ্ল্যাট বিতর্কের পর প্রথমবার প্রকাশ্যে টিউলিপ সিদ্দিক হিজাব না পরার কারণে ইরানে ধর্মীয় নেতার সঙ্গে তর্কে জড়িয়েছেন এক নারী ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ বিপর্যস্ত, ধ্বংসের মুখে ফসলি জমি লক্ষ্মীপুরে ভুয়া আসামি হাজির করে জামিনের অভিযোগ মঠবাড়ীয়ায় আলহাজ্ব রুহুল আমিন দুলাল ভাই ও দেশ নেএী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায়,,,, সংক্ষিপ্ত আলোচনা মিলাদ ও দোয়া অনুস্ঠান সোশ্যাল মিডিয়া রেজিস্ট্রেশনের শেষ সময় ১০ জানুয়ারি

কালিয়াকৈরে মার্কেট দখলের চেষ্টার বিএনপির বিরুদ্ধে অভিযোগ, প্রাণনাশের হুমকির আতঙ্কে মালিক

নিজস্ব প্রতিবেদক‌
  • আপডেট টাইম : ১২:২৮:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
  • / ৭ ৫০০০.০ বার পাঠক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের জামতলা বাজার এলাকায় একটি মার্কেট দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। মার্কেটের মালিক রুহুল আমিন অভিযোগ করেছেন, বিএনপি-নামধারী কয়েকজন সন্ত্রাসী তার ভাড়াটিয়া দোকানদারদের হুমকি দিয়ে মার্কেট দখলের পাঁয়তারা চালাচ্ছে।

রুহুল আমিন জানান, গত ৪ জানুয়ারি দেলোয়ার হোসেন পিতা- আফছার উদ্দীন ও তার ছেলে জোবায়ের হোসেন এবং ফাহিম ও সাদ্দাম বাবু পিতা- আমিন হোসেন এবং নাম না জানা সহযোগীরা মার্কেটে এসে দোকানদারদের ভাড়া তাদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন। এ সময় তারা ভাড়া জমা না দিলে আর্থিক এবং শারীরিক ক্ষতির হুমকি দেন।

৬ জানুয়ারি সন্ধ্যায় একই দল আবারও মার্কেটে এসে দোকানগুলোর শাটার বন্ধ করে দেন এবং কিছুক্ষণ পর তা খুলে ভাড়া দাবি করেন। তাদের হুমকি অনুযায়ী, জানুয়ারি মাস থেকে দোকানের ভাড়া তাদের কাছে না দিলে দোকানদার ও মালিক উভয়ের ক্ষতি হবে।

রুহুল আমিন বলেন, “আমার জমি পৈতৃক সম্পত্তি। ৫০ বছরের বেশি সময় ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করছি। কিন্তু দেলোয়ার হোসেন ও তার দলবল আমাকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এমনকি আমি আইনের আশ্রয় নিতে ভয় পাচ্ছি, কারণ তারা প্রতিশোধ নিতে পারে।”

মার্কেটের একজন দোকানি, আর আর ইলেকট্রনিক্সের মালিক আশরাফুল, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “৪ জানুয়ারি ও ৬ জানুয়ারি দেলোয়ার ও তার লোকজন এসে আমাদের ভাড়া তাদের কাছে দিতে বলেন। না দিলে তারা ক্ষতি করার হুমকি দেন।”

এ বিষয়ে স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ফখরুল ইসলাম জানান, “মার্কেট দখলের অভিযোগ সম্পর্কে আমি অবগত। দুই পক্ষকে বসিয়ে সমাধানের চেষ্টা করবো।”

মার্কেট মালিক রুহুল আমিন সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়।”

অবস্থা উত্তরণের দাবি
রুহুল আমিন ও মার্কেটের দোকানদাররা স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কালিয়াকৈরে মার্কেট দখলের চেষ্টার বিএনপির বিরুদ্ধে অভিযোগ, প্রাণনাশের হুমকির আতঙ্কে মালিক

আপডেট টাইম : ১২:২৮:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের জামতলা বাজার এলাকায় একটি মার্কেট দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। মার্কেটের মালিক রুহুল আমিন অভিযোগ করেছেন, বিএনপি-নামধারী কয়েকজন সন্ত্রাসী তার ভাড়াটিয়া দোকানদারদের হুমকি দিয়ে মার্কেট দখলের পাঁয়তারা চালাচ্ছে।

রুহুল আমিন জানান, গত ৪ জানুয়ারি দেলোয়ার হোসেন পিতা- আফছার উদ্দীন ও তার ছেলে জোবায়ের হোসেন এবং ফাহিম ও সাদ্দাম বাবু পিতা- আমিন হোসেন এবং নাম না জানা সহযোগীরা মার্কেটে এসে দোকানদারদের ভাড়া তাদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন। এ সময় তারা ভাড়া জমা না দিলে আর্থিক এবং শারীরিক ক্ষতির হুমকি দেন।

৬ জানুয়ারি সন্ধ্যায় একই দল আবারও মার্কেটে এসে দোকানগুলোর শাটার বন্ধ করে দেন এবং কিছুক্ষণ পর তা খুলে ভাড়া দাবি করেন। তাদের হুমকি অনুযায়ী, জানুয়ারি মাস থেকে দোকানের ভাড়া তাদের কাছে না দিলে দোকানদার ও মালিক উভয়ের ক্ষতি হবে।

রুহুল আমিন বলেন, “আমার জমি পৈতৃক সম্পত্তি। ৫০ বছরের বেশি সময় ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করছি। কিন্তু দেলোয়ার হোসেন ও তার দলবল আমাকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এমনকি আমি আইনের আশ্রয় নিতে ভয় পাচ্ছি, কারণ তারা প্রতিশোধ নিতে পারে।”

মার্কেটের একজন দোকানি, আর আর ইলেকট্রনিক্সের মালিক আশরাফুল, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “৪ জানুয়ারি ও ৬ জানুয়ারি দেলোয়ার ও তার লোকজন এসে আমাদের ভাড়া তাদের কাছে দিতে বলেন। না দিলে তারা ক্ষতি করার হুমকি দেন।”

এ বিষয়ে স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ফখরুল ইসলাম জানান, “মার্কেট দখলের অভিযোগ সম্পর্কে আমি অবগত। দুই পক্ষকে বসিয়ে সমাধানের চেষ্টা করবো।”

মার্কেট মালিক রুহুল আমিন সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়।”

অবস্থা উত্তরণের দাবি
রুহুল আমিন ও মার্কেটের দোকানদাররা স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।