থানা দায়িত্বশীলদের নিয়ে বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন
- আপডেট টাইম : ১০:৫২:৫৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
- / ১১ ৫০০০.০ বার পাঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে গতকাল সন্ধ্যায় রাজধানীর আলফালাহ মিলনায়তনে বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। মহানগরী মজলিসের শুরা সদস্য, থানা আমীর, সেক্রেটারি ও বিভাগীয় দায়িত্বশীলদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামটির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুর রব।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের আমীর মো: নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমীর ড. এড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী সহকারী সেক্রেটারি মু. দেলোয়ার হোসেন, কামাল হোসাইন, ড. আব্দুল মান্নান, শামসুর রহমান সহ মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্যবৃন্দ।