বাঞ্ছারামপুরে উপজেলা যুবদলের উদ্যোগে ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান: হারুন অর রশীদ
- আপডেট টাইম : ১২:২০:৫৯ অপরাহ্ণ, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
- / ১৯ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা যুবদলের উদ্যোগে ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার ফতেপুর রূপসদী সড়কে এ অভিযান শুরু হয়।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা যুবদলের আহবায়ক হারুন অর রশীদের উদ্যোগে এবং উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক ভিপি একেএম মুসার পরামর্শে সপ্তাহব্যাপী এ কার্যক্রম চলবে।
সামাজিক এ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী, উপজেলা যুবদল নেতা আবু কালাম, বিএনপি নেতা মো. হানিফ মাঝি, কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, রূপসদী ইউনিয়নের নেতা খায়ের হোসেন, যুবদল নেতা বাহারউদ্দিন, ইউনিয়নের যুবদলের নেতা শেখ সাদী, ইউসুফ নাহিদ সামি, আরিফুল ইসলাম বিশন, উজ্জল, বিএনপির নেতা জামাল চান প্রমুখ।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাঞ্ছারামপুর উপজেলার ফতেহপুর রূপসদী সড়কে ডাকাতির উপদ্রব বেড়ে যায়। এতে এই সড়কে চলাচলে জনমনে নানা শঙ্কা তৈরি হয়। আর সেই কারণেই এই সড়কটির ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করে বাঞ্ছারামপুর উপজেলা যুবদল।