স্ত্রীর করা যৌতুক মামলায় পুলিশ স্বামী কারাগারে
- আপডেট টাইম : ১০:৩৯:২৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
- / ১৬ ৫০০০.০ বার পাঠক
বালিয়াডাঙ্গী উপজেলায় স্ত্রী মনি আক্তারের (৩৫) দায়ের করা যৌতুক মামলায় স্বামী (রেলওয়ে পুলিশ সদস্য) শামসুজ্জোহা জেল হাজতে।
মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ২০০৬ সালের এপ্রিল মাসে উপজেলার চাড়োল ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের আনিসুর রহমানের মেয়ে মনি আকতারকে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করেন একই গ্রামের আব্দুল কুদ্দুস ওরফে কুদ্দনের ছেলে শামসুজ্জোহা।
বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে দুইটি পুত্র সন্তান রয়েছে। দুই পুত্র সন্তানসহ মনি আকতারের সংসার সুখেই ছিল। কিন্তু ইতিমধ্যে গত সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে নানা রকম জুলুম-নির্যাতনের মধ্য দিয়ে ৫ লাখ টাকা যৌতুক চেয়ে নির্যাতন,মারধর ও মনি আকতারকে ভরণপোষণ না দিয়ে মানসিক এবং শারীরিক নির্যাতন করে বাড়ী থেকে বের করে দেন শামসুজ্জোহা।
এরপর পারিবারিকভাবে সমঝোতার চেষ্টা করলে শামসুজ্জোহা ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী ও স্ত্রীর পরিবারকে বিভিন্ন প্রকার হুমকি দেন।
এরপর মনি আকতার গত ডিসেম্বর মাসের প্রথমদিকে ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালতে শামসুজ্জোহাসহ তিনজনকে আসামি করে ২০১৮ সালের যৌতুক নিরোধক আইনের ৩ ধারায় একটি মামলা আনায়ন করেন। ওই মামলায় গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার শামসুজ্জোহা জামিন নিতে আদালতে হাজির হলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান জামির নাম মঞ্জুর করে রেলওয়ে পুলিশ শামসুজ্জোহাকে জেল হাজতে পাঠিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, ঠাকুরগাঁও যুগ্ম জেলা ও দায়রাজজ আদালতের পিপি ঠাকুরগাঁও বারের সিনিয়র আইনজীবী মো: আবেদুর রহমান।