নবীনগরে বিজয় দিবসে নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০২:৫৪:৩৮ অপরাহ্ণ, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / ১১ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ ডিসেম্বর সকালে নবীনগর ডিগ্রি মহিলা কলেজ অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু মুছা, নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শর্মিলা সাঈদ মৌরী, নবীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুল আলম শাহান, সাবেক সাংগঠনিক কমান্ডার রজব আলী মোল্লা, সাবেক পৌর কমান্ডার মোহাম্মদ ফজলুল করিম, সাবেক পৌর কমান্ডার আতিকুর রহমান, মুক্তিযোদ্ধা জাকির হোসেন, মোঃ আবু জাহের, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, এডভোকেট আখতার হোসেন ছায়েদ সহ এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজমুল করিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আহবায়ক কমিটি অন্যতম সদস্য মাসুদুল ইসলাম মাসুদ,নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ শুক্কুর খান, উপজেলা বিএনপির নেতা মোঃ দেলোয়ার হোসেন সোহেল, মোঃ রহমতুল্লাহ, ডাক্তার মোঃ ইদ্রিস,।মু. মুখলেসুর রহমান আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীনগর পৌর শাখা।মাওলানা আমির হোসাইন সাবেক জেলা সভাপতি বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ব্রাহ্মণবাীয়া জেলা। মু. সাইফুর রহমান বাশার সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীনগর পৌর শাখা। মু. ইয়াসিন আরাফাত সভাপতি বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির নবীনগর উপজেলা। মু. শাহ জালাল রুকন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর মু গোলাম রাব্বানী সেক্রেটারি বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির নবীনগর উপজেলা। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন নবীনগর তৃণমূল সাংবাদিক ফোরাম বিটিএসএফ এর সভাপতি মোঃ হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ আলমগীর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক সোহেল খান ।
এতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২২০ জন বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারকে ফুল ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। মুক্তিযুদ্ধারা বলেন আমরা অত্যন্ত আনন্দিত আজকের এই বিজয় দিবসের এর প্রোগ্রামে কারন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী অত্যন্ত সুন্দর একটি পরিবেশের মাধ্যমে আমাদেরকে সংবর্ধনা দেন । আজকের আয়োজনে আমরা অত্যন্ত খুশি । উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী বলেন, আমি মুক্তিযোদ্ধাদের কে নিয়ে এই বিজয় দিবস উপলক্ষে আমার চিন্তা চেতনা ছিল অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে ভালো একটা খাবার ও সংবর্ধনার মাধ্যমে অনুষ্ঠান শেষ করব । কিন্তু আমি অত্যন্ত আনন্দিত মুক্তিযোদ্ধারা অত্যন্ত ডিসিপ্লেনের মাধ্যমে আমার আয়োজনকে সার্থক করেছে। আমি অত্যন্ত খুশি মুক্তিযোদ্ধাদের প্রতি ।