খিলগাঁও দক্ষিণ থানার সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়
- আপডেট টাইম : ০৬:৫৪:১৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- / ৩ ৫০০০.০ বার পাঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলগাঁও দক্ষিণ থানার* উদ্যোগে গতকাল রাতে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি *ড. শফিকুল ইসলাম মাসুদ।* মহানগরী মজলিসে শুরা সদস্য ও থানা আমির *সাজেদুর রহমান শিবলীর* সভাপতিত্বে স্থানীয় একটি হলরুমে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা ও মহানগরী কর্মপরিষদ সদস্য খিলগাঁও জোন পরিচালক *মাওলানা ফরিদুল ইসলাম।*
মহানগরী মজলিসে শুরা সদস্য খিলগাঁও দক্ষিণ থানা সেক্রেটারি *খোরশেদ আলম মজুমদারের* পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগরী মজলিশে শূরার সদস্য, জোন সহকারী পরিচালক ও খিলগাঁও পশ্চিম থানা আমীর *মাহমুদ হাসান,* মহানগরী মজলিশে শূরার সদস্য ও জোন টীম সদস্য *সালেহ আহমদ*, মহানগরী মজলিশে শূরার সদস্য ও খিলগাঁও পূর্ব থানা আমীর *মোঃ শাহজাহান,* মহানগরী মজলিশে শূরার সদস্য ও খিলগাঁও মধ্য থানা আমীর *মাহমুদুর রহমান*, খিলগাঁও মধ্য থানা সেক্রেটারি *আলমগীর হোসাইন* সহ বিভিন্ন থানার দায়িত্বশীল বৃন্দ।