আজমিরীগঞ্জ জলসুখায় ১ ৬০ লিটার চোলাই মদসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক
- আপডেট টাইম : ০৪:৩০:৩৬ অপরাহ্ণ, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
- / ২৫ ৫০০০.০ বার পাঠক
হবিগঞ্জের আজমিরীগঞ্জ জলসূখা ইউনিয়নের মাধব পাশা গ্রামের লুৎফুর রহমানের স্ত্রী রাহেনা খাতুন (৪৫)কে আটক করা হয়।জানা যায়,আজ আনুমানিক বেলা ১২ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় উপ পরিদর্শক মোঃ রবিউল্লার নেতৃত্বে জলসূখা মাধবপাশা গ্রামের বসত বাড়ি ঘেরাও করে তাল্লাশি চালিয়ে ২০ লিটার চোলাই মদের সাদা প্লাস্টিকের ৮টি কন্টেইনার সহ ১৬০ লিটার মদ সহ লুৎফুর রহমানের স্ত্রী রাহেনা খাতুন (৪৫)কে আটক করে পুলিশ।স্থানীয় সূত্রে, জানা যায়,দীর্ঘ দিন ধরে মাধবপাশা গ্রামে লুৎপুর রহমান ও তার স্ত্রী রাহেনা খাতুন আড়ালে চোলাই মদ বিক্রী করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৬০ লিটার চোলাই মদ যার বাজার মূল্য প্রায় (৮০০০০ আশি হাজার টাকা)।
রাহেনা খাতুন আটক হলেও তার স্বামী লুৎফুর রহমান পলাতক রয়েছে।তার স্বামী, স্ত্রীর যোগসাজশে চোলাই মদ বিক্রির উদ্দেশ্য সংরক্ষন করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ সনের ৩৬ (১) এর সারণির ২৪(গ)/৪১ ধারায় শাস্তি যোগ্য অপরাধে মামলা রুজু করা হয়। এই বিষয়ে, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাঈদুল হাছান বিষয়টি নিশ্চিত করে বলেন,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একজনকে আটক করা সহ মোট দুইজনের বিরুদ্ধে মামলা এজাহারভুক্ত করা হয়েছে, আজমিরীগঞ্জকে মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।