টিকটক ভিডিও বানাতে গিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- আপডেট টাইম : ০৪:১৫:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ৩ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে টিকটক ভিডিও বানাতে গিয়ে
রাস্তার বাঁকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিরাপত্তা পিলারে লেগে মোঃ রাফি (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে নবীনগর টু রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের পূর্ব পাশের বিলের সড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত রাফি উপজেলার পৌরসভার আলমনগর গ্রামের দক্ষিণ পাড়া মোঃ শামসুল হকের ছেলে।পরিবারের দুই বোন দুই ভাইয়ের মধ্যে রাফি ছোট ছেলে।সে নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
নিহতের চাচাতো ভাই মোঃ জামাল হোসেন জানান,সে আজকে কলেজের কাজ শেষ করে ওর বন্ধু থেকে জোর করে মটরসাইকেল নিয়ে টিকটক বানাগে গেলে নিয়ন্ত্রন হারিয়ে সে মারা যায়।
রাফি মাহমুদের এলাকার বড় ভাই আকসানুল বলেন,আজকে সে কলেজে একাদশ শ্রেণির পরিক্ষা দিয়ে মটর সাইকেল শিখতে যায়।পরে টিকটকে ভিডিও বানাতে গিয়ে গতি হারিয়ে মারা যায়।তখন ওর মটর সাইকেলের গতি ছিল ৭৮০-৯০ এর মতো।
সূত্রে জানাযায়, মঙ্গলবার দুপুরে নবীনগর টু রাধিকা সড়কে বন্ধুদের নিয়ে টিকটক করতে যান রাফি। বন্ধুদের ধারণ করা ভিডিওতে দেখা যায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁকে নিরপত্তা পিলারে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয় ৷পরে তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে
কুমিল্লায় রেফার করে।কুমিল্লা নেওয়ার পথিমধ্যে তাঁর মৃত্যু হয়৷
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান,এ ০১৭ সংক্রান্ত একটি সংবাদ শুনেছি ।তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।