কালিয়াকৈরে মোহনা টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

- আপডেট টাইম : ০৮:৫০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ১০৬ ৫০০০.০ বার পাঠক
মোহনা টিভি’র পনের বছরে পদার্পণ উপলক্ষ্যে কালিয়াকৈর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ শ্রমবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ শ্রমিক দলের উপদেষ্টা জনাব মোঃ হুমায়ুন কবির খান।
মোহনা টিভি’র পনের বছর পূর্তি উপলক্ষ্যে কালিয়াকৈর প্রেসক্লাব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর প্রেসক্লাবের নিজ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাওসার আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলীম, সহ সভাপতি এম তুষারী, সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব হোসেন, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, দপ্তর সম্পাদক মইনুল সিকদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহালম সিকদার, ক্রীড়া ও বিনোদন সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং কালিয়াকৈর প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
এসময় বক্তব্যে সাংবাদিকদের প্রশংসা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার আহমেদ।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব মোঃ হুমায়ুন কবির খান। এসময় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য ধন্যবাদ জানিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি।