গাজীপুরে একাধিক কারখানার শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি
- আপডেট টাইম : ০৯:৩০:০৫ পূর্বাহ্ণ, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
- / ৩২ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে একাধিক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট ডিউটিসহ কয়েক মাসের বকেয়া বেতনের দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছেন তারা।
বুধবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, তেলিরচালা এলাকার পূর্বানী, লগোজ, এটিএফ অ্যাপারেলস ও চন্দ্রা এলাকার নায়াগ্রা টেক্সটাইল লিমিটেড কারখানায় গিয়ে এ চিত্র দেখা গেছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ বিগত কয়েক মাসের বেতন দিচ্ছেনা। এর আগে আন্দোলন হলে কর্তৃপক্ষ বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা পরিশোধ করেননি। এছাড়াও হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট ডিউটির বিলসহ বিভিন্ন ভাতা কারণ ছাড়াই আটকে রাখছে। বিষয়টি নিয়ে একাধিকবার মালিকপক্ষকে জানানো হলেও তারা সমাধান করছে না।
নায়াগ্রা টেক্সটাইল লিমিটেড কারখানার নারী শ্রমিক অপারেটর মিষ্টি আক্তার জানান, গত দুই মাসের বেতন পাইনি। পরিবার নিয়ে এখন চলা মুশকিল হয়ে গেছে। বাড়ি ভাড়া, বাচ্চাদের স্কুলের বেতন ও ঔষধ কিনতেও পারছি না। চাকরি ছেড়ে যে দেশে চলে যাব তারও উপায় নাই। এভাবেই কষ্টের মাঝে দিন অতিবাহিত হচ্ছে আমাদের।
শ্রমিক হয়রত মিয়া জানান, আমাদের বকেয়া বেতন পরিশোধ না করে মালিকপক্ষ নিরুদ্দেশ। আমরা কিভাবে পরিবার নিয়ে চলবো। প্রায় প্রতিদিনই আমরা আমাদের বকেয়া বেতনের জন্য কারখানায় উপস্থিত হলেও মালিকপক্ষ আসেন না। আমাদের বেতন পরিশোধ না করে মালিক তার কারখানা চালাতে পারবে না।
গাজীপুর শিল্প পুলিশ ২ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, গাজীপুরে চার কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। তবে কোথাও কোন সড়ক অবরোধ নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানাগুলোর সামনে সেনাবাহিনী ও পুলিশ রয়েছে।