ঢাকা ০১:২০ অপরাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র ঈদের তৃতীয় দিনে কেউ ঢাকায় ফিরছেন, আবার কেউ ছাড়ছেন অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রপচারের জন্য ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পথে গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে ভৈরবে রেলওয়ে জংশনের সামনে সিগন্যালের তার সহ ২জন চোর গ্রেফতার মোংলায় সহকারি অ্যাটর্ণি জেনারেল মনিরুজ্জামান: গণঅভ্যুত্থানের গণআকাংখা হলো সাম্য, মানবিক মর্যাদা ও সুশাসন নিশ্চিত করা সংস্কার সংস্কারের মত চলবে, নির্বাচন নির্বাচনের মত// প্রধান উপদেষ্টার চীন সফর আমাদের জন্য ইতিবাচক ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাড়ির টানে গ্রামে সবাই, রাজধানী ‘ফাঁকা’ ঈদের ছুটিতে কক্সবাজারে প্রাণচাঞ্চল্য,পর্যটকদের বরণে প্রস্তুত হোটেল-রিসোর্ট রাফা খালি করে দিতে বলল ইসরাইলি বাহিনী আজমিরীগঞ্জে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে আহত শিশু সহ আহত ৯

শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ার ৩০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি সাভার
  • আপডেট টাইম : ০৭:৩৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • / ১১৪ ৫০০০.০ বার পাঠক

পোশাক কারখানায় সমানুপাতিক হারে নারী-পুরুষের নিয়োগসহ বিভিন্ন দাবিতে রাস্তায় নামা শ্রমিকদের বিক্ষোভের মুখে ঢাকার আশুলিয়ায় অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ সোমবার সকাল থেকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের দুই পাশে অবস্থিত বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। সড়কের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দেন তারা। এক পর্যায়ে কেউ কেউ কারখানার দিকে ইট-পাটকেল ছুড়তে থাকেন।

এমন পরিস্থিতিতে অন্তত ৩০টি কারখানার কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিক্ষোভের এক পর্যায়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ব্যারিকেড তুলে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হলেও আশুলিয়ার ডিইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা সড়কটি এখনো বন্ধ আছে।

এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ শ্রমিকরা আন্দোলন করছেন চাকরির দাবিতে। এছাড়া পোশাক কারখানায় নারী-পুরুষের সমানুপাতিক হারে নিয়োগের দাবিসহ আরও কয়েকটি দাবি আছে তাদের।

সারোয়ার আলম আরও বলেন, ‘আমরা সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধমুক্ত করতে পেরেছি। কিন্তু ডিইপিজেডের সামনে এখনো অবরোধ আছে। এ অবস্থায় হামীম গ্রুপ, শারমীন গ্রুপসহ অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।’

পোশাক কারখানা, ওষুধ কারখানা, শ্রমিক বিক্ষোভ,
আরও

শ্রমিক বিক্ষোভ: ১০ পোশাক কারখানা ও ২০ ওষুধ কারখানার উৎপাদন বন্ধ

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ার ৩০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

আপডেট টাইম : ০৭:৩৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

পোশাক কারখানায় সমানুপাতিক হারে নারী-পুরুষের নিয়োগসহ বিভিন্ন দাবিতে রাস্তায় নামা শ্রমিকদের বিক্ষোভের মুখে ঢাকার আশুলিয়ায় অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ সোমবার সকাল থেকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের দুই পাশে অবস্থিত বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। সড়কের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দেন তারা। এক পর্যায়ে কেউ কেউ কারখানার দিকে ইট-পাটকেল ছুড়তে থাকেন।

এমন পরিস্থিতিতে অন্তত ৩০টি কারখানার কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিক্ষোভের এক পর্যায়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ব্যারিকেড তুলে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হলেও আশুলিয়ার ডিইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা সড়কটি এখনো বন্ধ আছে।

এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ শ্রমিকরা আন্দোলন করছেন চাকরির দাবিতে। এছাড়া পোশাক কারখানায় নারী-পুরুষের সমানুপাতিক হারে নিয়োগের দাবিসহ আরও কয়েকটি দাবি আছে তাদের।

সারোয়ার আলম আরও বলেন, ‘আমরা সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধমুক্ত করতে পেরেছি। কিন্তু ডিইপিজেডের সামনে এখনো অবরোধ আছে। এ অবস্থায় হামীম গ্রুপ, শারমীন গ্রুপসহ অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।’

পোশাক কারখানা, ওষুধ কারখানা, শ্রমিক বিক্ষোভ,
আরও

শ্রমিক বিক্ষোভ: ১০ পোশাক কারখানা ও ২০ ওষুধ কারখানার উৎপাদন বন্ধ