ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে আহত শিশু সহ আহত ৯ আমেরিকা হামলা চালালে ইরানও ‘কঠোর জবাব’ দেবে: খামেনি ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ সুখ ও সমৃদ্ধির প্রত্যাশায় ক্রিকেটারদের ঈদ বার্তা ঈদের পর রাজনীতি নিয়ে কী পরিকল্পনা বিএনপি, জামায়াত আর এনসিপির? গাজীপুরের কাশিমপুরে  ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীতে আতশবাজি ফোটাতে গিয়ে নিহত ১ গুরুতর আহত ২ জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল, প্রধান জামাত শুরু সকাল সাড়ে ৮টায় দেশবাসীকে জামায়াত আমিরের ঈদের শুভেচ্ছা পিরোজপুর জেলার, মঠবাড়িয়া উপজেলায়, স্বপ্নের মুক্তি ফাউন্ডেশন, এর প্রতিষ্ঠাতা, আব্দুল্লাহ আল অভি, এর উদ্যোগে, আশ্রয়ন প্রকল্পের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদি উৎসব

আত্রাইয়ে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে লাভবান চাষিরা

, নওগাঁ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : ১০:৩৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • / ১৪০ ৫০০০.০ বার পাঠক

লাউ শীতকালীন সবজি হলেও নওগাঁর আত্রাই গুড়নই গ্রামে সারা বছরই মাচা পদ্ধতিতে লাউ চাষ করনে চাষিরা। মাচা পদ্ধতিতে লাউ চাষ করায় পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা প্রায়। শ্রম ও ব্যয় কম হওয়ায় মাচা পদ্ধতিতে লাউ চাষ এ এলাকায় বেশজনগ্রিয়। বেশি ফলন ও দাম ভালো পাওয়ায় বেশ খুশি কৃষকরা। লাউ সহ নতুন নতুন সবজি চাষে কৃষকদের আগ্রহী করতে পরার্মশ দিচ্ছেন কুষি বিভাগ। উপজেলার গুড়নই গ্রামের চাষি হাফেজ সরদার, বলেন এবছর তিনি পাঁচশতক জমিতে মাচাপদ্ধতিতে হাইব্রিড জাতের লাউ চাষ করেছি। লাউ চাষে সেচ ও শ্রমিক খরচ কম। পোকামাকড়ের আক্রমন তেমন নেই বললেই চলে।ফলে কীটনাশক ব্যবহার না হওয়ায় মানুষ বিষমুক্ত লাউ খাচ্ছে। তিনি আরো জানান, প্রতি সপ্তাহে পাঁচশত থেকে একহজার পিস লাউ ক্ষেত থেকে তুলে বিক্রি করি। তবে তিনি আশা করছেন খরচ বাদ দিয়ে দুই লাখ টাকারলাউ বিক্রিহবে। ঢাকার পাইকারিব্যবসায়ীরা জমি থেকে লাউ কিনে নিয়ে যাচ্ছে। গুড়নই গ্রামের কৃষক জাহাঙ্গির আলম বিশ্বাস মিঠু বলেন,দুই জাতেরলাউয়ের চাষ আমাদের এখানে হয়। লম্বা হাইব্রিড জাতের ও গোলাকার জাতের লাউয়ের চাষ হয়। লম্বা জাতের লাউয়ের চাহিদাএকটু বেশি। বাজারে একটি লাউ প্রকারভেদে ৩০টাকা থেকে৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এবছর আবহাওয়া অনুকুলে থাকায় লাউয়ের ফলন ভালো হয়েছে। মালিপুকুর,গুড়নই, বিলগলিয়া, সিংসাড়া, দমদমা, ব্রজপুর,শুকটিগাছাসহ বেশ কিছু মাঠ ঘুড়ে দেখা গেছে কৃষককেরা মাচায়লাউ চাষ প্রতিটি মাচার উপর ডপায় ডপায় ঝুলে আছে লাউ। লাউ দেখতে অনেক সুন্দর মসৃণ ও সু-স্বাদু হওয়ায় চাহিদা একটু বেশি।
আত্রাই উপজেলার উপসহকারি কৃষি কর্মকতা মোঃ মাহিনুল ইসলাম .বলেন, অন্যান্য পুষ্টিকর সবজির মধ্যে অন্যতম লউ।আমরা কৃষকদের মাঠদিবসের মাধ্যমে মাচা পদ্ধতিতে লাউ চাষেরপ্রশিক্ষণ দেই। যাতে করেকৃষকরা লাউ চাষ করে লাভবান হয়। তবে এবছর উপজেলার কয়েকটি গ্রামে ব্যাপক হারে লাউ চাষ হয়েছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আত্রাইয়ে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে লাভবান চাষিরা

আপডেট টাইম : ১০:৩৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

লাউ শীতকালীন সবজি হলেও নওগাঁর আত্রাই গুড়নই গ্রামে সারা বছরই মাচা পদ্ধতিতে লাউ চাষ করনে চাষিরা। মাচা পদ্ধতিতে লাউ চাষ করায় পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা প্রায়। শ্রম ও ব্যয় কম হওয়ায় মাচা পদ্ধতিতে লাউ চাষ এ এলাকায় বেশজনগ্রিয়। বেশি ফলন ও দাম ভালো পাওয়ায় বেশ খুশি কৃষকরা। লাউ সহ নতুন নতুন সবজি চাষে কৃষকদের আগ্রহী করতে পরার্মশ দিচ্ছেন কুষি বিভাগ। উপজেলার গুড়নই গ্রামের চাষি হাফেজ সরদার, বলেন এবছর তিনি পাঁচশতক জমিতে মাচাপদ্ধতিতে হাইব্রিড জাতের লাউ চাষ করেছি। লাউ চাষে সেচ ও শ্রমিক খরচ কম। পোকামাকড়ের আক্রমন তেমন নেই বললেই চলে।ফলে কীটনাশক ব্যবহার না হওয়ায় মানুষ বিষমুক্ত লাউ খাচ্ছে। তিনি আরো জানান, প্রতি সপ্তাহে পাঁচশত থেকে একহজার পিস লাউ ক্ষেত থেকে তুলে বিক্রি করি। তবে তিনি আশা করছেন খরচ বাদ দিয়ে দুই লাখ টাকারলাউ বিক্রিহবে। ঢাকার পাইকারিব্যবসায়ীরা জমি থেকে লাউ কিনে নিয়ে যাচ্ছে। গুড়নই গ্রামের কৃষক জাহাঙ্গির আলম বিশ্বাস মিঠু বলেন,দুই জাতেরলাউয়ের চাষ আমাদের এখানে হয়। লম্বা হাইব্রিড জাতের ও গোলাকার জাতের লাউয়ের চাষ হয়। লম্বা জাতের লাউয়ের চাহিদাএকটু বেশি। বাজারে একটি লাউ প্রকারভেদে ৩০টাকা থেকে৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এবছর আবহাওয়া অনুকুলে থাকায় লাউয়ের ফলন ভালো হয়েছে। মালিপুকুর,গুড়নই, বিলগলিয়া, সিংসাড়া, দমদমা, ব্রজপুর,শুকটিগাছাসহ বেশ কিছু মাঠ ঘুড়ে দেখা গেছে কৃষককেরা মাচায়লাউ চাষ প্রতিটি মাচার উপর ডপায় ডপায় ঝুলে আছে লাউ। লাউ দেখতে অনেক সুন্দর মসৃণ ও সু-স্বাদু হওয়ায় চাহিদা একটু বেশি।
আত্রাই উপজেলার উপসহকারি কৃষি কর্মকতা মোঃ মাহিনুল ইসলাম .বলেন, অন্যান্য পুষ্টিকর সবজির মধ্যে অন্যতম লউ।আমরা কৃষকদের মাঠদিবসের মাধ্যমে মাচা পদ্ধতিতে লাউ চাষেরপ্রশিক্ষণ দেই। যাতে করেকৃষকরা লাউ চাষ করে লাভবান হয়। তবে এবছর উপজেলার কয়েকটি গ্রামে ব্যাপক হারে লাউ চাষ হয়েছে।