চরফ্যাশনে চার বছরের সালমান বলে মা আমার আব্বু কোথায়!
- আপডেট টাইম : ০৭:২৩:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
- / ৪৪ ৫০০০.০ বার পাঠক
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন আহাম্মদলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজশ মিছিলে গিয়ে পুলিশের গুলিতে শহিদ হয়েছেন আঃরব ফরাজীর ছেলে মোঃহাবিবুর রহমান (৩০) কে গত ৫ ই আগষ্ট বিকাল ৪ টার সময় যাত্রাবারী ব্রীজের ঢালে গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন তার পরিবার। স্হানীয় ও বৃদ্ধ পিতার তথ্য অনুযায়ী হাবিবুর রহমান বিজয় বিজয় মিছিলে অংশগ্রহন করায় পুলিশ ঐ সময় এলোপাতাড়ি গুলি করলে ৫ বছরের সালমানের বাবার পুলিশের গুলিতে বুকটি জজরিত হয়ে যায় তাৎখনিক হাবিবুর রহমানের সহ কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় মারাজান।গুলি বৃদ্ধ হাবিবুর রহমানের বাবা কান্না কন্ঠে বলেন আমার ৪ বছরের নাতী এখন কাকে বাবা ঢাকবে শেখ হাসিনার উদ্দেশ্য বলেন আমার ছেলে এনে দাও না হয় আল্লাহ তোমাকে ছারবেনা।নিহতের মা তিনদিন যাবৎ কোন কথা বলতে পারেনি বলে জানিয়েছেন এলাকাবাসী। নিহতের স্ত্রী বলেন আমার স্বামী ও বৈষম্য ছাত্রদের কে শেখ হাসিনার নির্দেশনা নিয়েই পুলিশ এলোপাতাড়ি গুলি করেছে, তখন আমার স্বামীর বুকে অনেকগুলো গুলি করে পুলিশ এর বিচার আমি চাই বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে।