শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে: ট্রাইব্যুনাল তদন্ত কর্মকর্তা
- আপডেট টাইম : ০৭:০৭:২৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
- / ৬১ ৫০০০.০ বার পাঠক
ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে শেখ হাসিনাসহ যাদের নাম গণহত্যায় এসেছে সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে বলে জানিয়েছেন উপপরিচালক প্রশাসন ও তদন্তকারী কর্মকর্তা আতাউর রহমান।
মঙ্গলবার (২০ আগস্ট) তদন্ত কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার বিষয়ে এখন পর্যন্ত তিনটি অভিযোগ এসেছে। সবগুলো অভিযোগেরই আসামিদের প্রোফাইল তৈরির কাজ চলছে।
তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক নিয়োগ দেবে সরকার।
উল্লেখ্য, হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতন হয় গত ৫ আগস্ট। এর আট দিন পর ১৩ আগস্ট প্রথম তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এরপর গতকাল (সোমবার) পর্যন্ত ১৯টি হত্যা মামলার খবর পাওয়া গেছে। এবং আরও কিছু মামলা আদালতের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একটি অপহরণ মামলাও করা হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দুটি আবেদন করা হয়েছে।