চরফ্যাশন চাঁদা বাজির মামলায় যুবলীগ নেতা লোকমান গ্রেফতার
- আপডেট টাইম : ০৫:৫১:৫০ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪
- / ৬১ ৫০০০.০ বার পাঠক
ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান মাতাব্বরকে গ্রেফতার করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে ৫আগষ্টের পর চরফ্যাশন ছেড়ে পালিয়ে পটুয়াখালী জেলার মহিপুরে অবস্থান কালে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় জনতা মহিপুর বাজার থেকে লোকমানকে আটক করে মহিপুর থানায় সোপর্দ করেছে। মহিপুর থানা পুলিশ শুক্রবার তাকে চরফ্যাশন থানা পুলিশের কাছে সোপর্দ করেছে, লোকমান হাজারীগঞ্জ ইউনিয়ন ৪নম্বর ওয়ার্ডের নান্নু মাতাব্বরের ছেলে । মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
চরফ্যাশন থানার এস আই নজরুল ইসলাম জানান, লোকমান হোসেন চরফ্যাশন থানায় দায়েরকৃত একটি চাঁদাবাজি মামলার ১নম্বর আসামী। বৃহস্পতিবার রাতে জিন্নাগড় ৩নম্বর ওয়ার্ডের মৃত হোসেন মিয়ার ছেলে আল আমিন বাদী হয়ে লোকমানসহ এজাহার নামীয় ১২জন এবং অজ্ঞাত আরো ১০-১৫জনকে আসামী করে মামলাটি দায়ের করেছেন। ঐ মামলায় মহিপুর থানা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলেই তাকে আদালতে সোপর্দ করার চেষ্টা চলছে।
স্থানীয়রা জানিয়েছেন, ২০১৫ সনের ২৬ সেপ্টেম্বর আওয়ামীলীগ ক্ষমতামলে ঈদের দিন রাতে
চরফ্যাশনে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুর রাজ্জাককে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে নিয়ে লোকমানসহ স্থানীয় ছাত্রলীগ নেতারা নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে । রাজ্জাককে উদ্ধার করে রাত ২টায় চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে সেখানে তার মৃত্যু হয়।
চরফ্যাশন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, আসামী লোকমানকে নিয়ে এসআই নজরুল ইসলাম মহিপুর থেকে চরফ্যাশনের পথে রয়েছেন।