ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে নারীদের ভূমি অধিকার ও কৃষি ভূমি সংষ্কার বিষয়ক সমাবেশ কালিয়াকৈরে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক গ্রেফতার পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্নীতির অভিযোগে বরখাস্ত কঠিন সময়ে কীভাবে পাশে ছিলেন স্ত্রী, জানালেন কোহলি ইতালিতে জি৭ পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার তালিকায় নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা সরকারকে ধন্যবাদ দিয়ে আরো যা ‘পদক্ষেপ’ নিতে বললেন নূরুল কবির মেগা মানডে’: ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী অর্থের লোভ দেখিয়ে ‘গণঅভ্যুত্থানের’ ব্যর্থ চেষ্টা, নেপথ্যে কারা? ইমরান খানের হাজারো সমর্থক গ্রেপ্তার প্রতারক বাবু যেন কাশিমপুর থানার একচ্ছত্র অধিপতি

মোংলায় হাজী আলমের বিরুদ্ধে এক নারীর দুই কোটি টাকার সম্পত্তি আত্মসাথের অভিযোগ

ওমর ফারুক
  • আপডেট টাইম : ০২:১১:৪১ অপরাহ্ণ, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • / ৭৮ ৫০০০.০ বার পাঠক

মোংলা থানার দিগরাজ এলাকায় অভিনব প্রতারনায় শিকার হয়ে এক নারী হারিয়েছেন প্রায় দুই কোটি টাকার সম্পত্তি ।

সরজমিনে তদন্ত পূর্বক জানা যায় বাগেরহাট জেলার মোংলা থানার সিগনাল টাওয়ার এলাকার বাসিন্ধা রেনু আরা বেগম (৬৫) এর মালিকানাধীন ১.২০ একর সম্পত্তি স্থানীয় একটি দালাল চক্র সু-কৌশলে হাতিয়ে নিয়েছে ।

মোংলা থানার দিগরাজ বুড়িডাঙ্গা ইউনিয়নে ভুক্তভুগির নামে ১.২০ একর (প্রায় সোয়া দুই বিঘা) জমাজমি রয়েছে । স্থানীয় জমির দালাল ফরাজি আলম ও গাউছ ফকির এর নেতিৃতাধীন দালাল চক্র গ্যাংটি উক্ত জমি বিক্রয় করে দেওয়ার কথা বলে পাওয়ার রেজিঃ করিয়া নেয় । যার নং- মোংলা রেজিঃ পাওয়ার দলিল নং ৩১২০(১১/১২/২০২৩ ইং) এবং  মোংলা রেজিঃ ৩২৫৭ (২৮/১২/২০২৩ ইং)

প্রতারক চক্রটি পাওয়ার রেজিষ্টির  নামে সু-কৌশলে উক্ত সম্পত্তি নিজেদের নামে মালিকানা করিয়া নেয় । ঘটনার প্রায় ২ মাস পর ভুক্তভোগি বিষয়টি জানতে পেরে ঘটনার সতত্য খুজে পায় । খোজ খবর নিয়ে আরো জানতে পারে, জমির দালাল ফরাজি আলম ওরফে হাজি আলম ও গাউছ ফকির গ্যাংটি মূলত একটি প্রতারক চক্র । ইতি পূর্বে বহু লোকের জমাজমি বিক্রয় করিয়ার দেওয়ার কথা বলে এভাবে আত্বসাৎ করেছে ।
তৎক্ষনাৎ ভুক্তভোগী ঐ নারী বাগেরহাট জেলা আদালতে গিয়ে উক্ত পাওয়ারটি বাতিলের জন্য আবেদন করেন । যাহার নং- দেঃ ৯/২৪ যুগ্ম জেলা জজ আদালত, বাগেরহাট ।                                          এদিকে পাওয়ার বাতিলের মামলার কথা জানতে পেরে ফরাজি গ্যাং এর লোকজন অনেকটা ক্ষিপ্ত হয়ে উঠে । ভুক্তভোগীকে বিভিন্ন ভাবে ভয়ভিতি ও হুমকি দিতে থাকে । ভুক্তভোগী ঐ নারী প্রান ভয়ে এখন নিজ বসতবাড়ি ছেড়ে  অন্যত্র পালিয়ে বেরাচ্ছেন । এ ব্যাপারে সরকারের উচ্চমহলের সাহায্য চেয়েছেন তিনি ।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মোংলায় হাজী আলমের বিরুদ্ধে এক নারীর দুই কোটি টাকার সম্পত্তি আত্মসাথের অভিযোগ

আপডেট টাইম : ০২:১১:৪১ অপরাহ্ণ, বুধবার, ৩ জুলাই ২০২৪

মোংলা থানার দিগরাজ এলাকায় অভিনব প্রতারনায় শিকার হয়ে এক নারী হারিয়েছেন প্রায় দুই কোটি টাকার সম্পত্তি ।

সরজমিনে তদন্ত পূর্বক জানা যায় বাগেরহাট জেলার মোংলা থানার সিগনাল টাওয়ার এলাকার বাসিন্ধা রেনু আরা বেগম (৬৫) এর মালিকানাধীন ১.২০ একর সম্পত্তি স্থানীয় একটি দালাল চক্র সু-কৌশলে হাতিয়ে নিয়েছে ।

মোংলা থানার দিগরাজ বুড়িডাঙ্গা ইউনিয়নে ভুক্তভুগির নামে ১.২০ একর (প্রায় সোয়া দুই বিঘা) জমাজমি রয়েছে । স্থানীয় জমির দালাল ফরাজি আলম ও গাউছ ফকির এর নেতিৃতাধীন দালাল চক্র গ্যাংটি উক্ত জমি বিক্রয় করে দেওয়ার কথা বলে পাওয়ার রেজিঃ করিয়া নেয় । যার নং- মোংলা রেজিঃ পাওয়ার দলিল নং ৩১২০(১১/১২/২০২৩ ইং) এবং  মোংলা রেজিঃ ৩২৫৭ (২৮/১২/২০২৩ ইং)

প্রতারক চক্রটি পাওয়ার রেজিষ্টির  নামে সু-কৌশলে উক্ত সম্পত্তি নিজেদের নামে মালিকানা করিয়া নেয় । ঘটনার প্রায় ২ মাস পর ভুক্তভোগি বিষয়টি জানতে পেরে ঘটনার সতত্য খুজে পায় । খোজ খবর নিয়ে আরো জানতে পারে, জমির দালাল ফরাজি আলম ওরফে হাজি আলম ও গাউছ ফকির গ্যাংটি মূলত একটি প্রতারক চক্র । ইতি পূর্বে বহু লোকের জমাজমি বিক্রয় করিয়ার দেওয়ার কথা বলে এভাবে আত্বসাৎ করেছে ।
তৎক্ষনাৎ ভুক্তভোগী ঐ নারী বাগেরহাট জেলা আদালতে গিয়ে উক্ত পাওয়ারটি বাতিলের জন্য আবেদন করেন । যাহার নং- দেঃ ৯/২৪ যুগ্ম জেলা জজ আদালত, বাগেরহাট ।                                          এদিকে পাওয়ার বাতিলের মামলার কথা জানতে পেরে ফরাজি গ্যাং এর লোকজন অনেকটা ক্ষিপ্ত হয়ে উঠে । ভুক্তভোগীকে বিভিন্ন ভাবে ভয়ভিতি ও হুমকি দিতে থাকে । ভুক্তভোগী ঐ নারী প্রান ভয়ে এখন নিজ বসতবাড়ি ছেড়ে  অন্যত্র পালিয়ে বেরাচ্ছেন । এ ব্যাপারে সরকারের উচ্চমহলের সাহায্য চেয়েছেন তিনি ।