ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
ইউক্রেনকে দ্বিখণ্ডিত করতে চান ট্রাম্প মার্চ ফর গাজা ফিলিস্তিনের জন্য কাঁদলেন লাখো মানুষ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক মোনাজাত করেন কোন দিকে মোড় নিচ্ছে লংমার্চ কর্মসূচি কোন পথ দিয়ে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’, শাহবাগে গাড়ি চলছে না, হেঁটে কর্মসূচিতে যাচ্ছে বিপুল মানুষ অবশেষে আলোচনা করতে ওমানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও ট্রাম্পের দূত ইসরাইলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম নেতাদের প্রতি আহ্বান ফ্যাসিস্ট হাসিনার মুখাবয়বে আগুন, সিসিটিভির ফুটেজে যা দেখা গেল গাজায় ত্রাণ প্রবেশ যুদ্ধবিরতির সঙ্গে সংশ্লিষ্ট নয়: সৌদি পররাষ্ট্রমন্ত্রী মার্চ ফর গাজা’ শিরোনামে ভিন্নধর্মী এক প্রতিবাদ হতে যাচ্ছে মঠবাড়িয়া ইউ এন ওর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষক পরিবার সহ সর্বস্তরের জনগণের মানববন্ধন কর্মসূচি পালিত হয় সকাল থেকেই লাখো মানুষের ঢল, পতাকা-টিশার্ট বিক্রির ধুম

জামালপুরে মাষকলাই ডাল চাষ বৃদ্ধি পেয়েছে

কাজী রফিকুল হাসান জামালপুর
  • আপডেট টাইম : ০৬:৫৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • / ২২৪ ৫০০০.০ বার পাঠক

সারা দেশের ন্যায় জামালপুর কৃষি নির্ভর এলাকা। সরকারের কৃষি বিষয়ক প্রকল্প বাস্থবায়িত হয় এ জেলাকে ঘিরে। ৭টি উপজেলার সর্বত্র মাষকলাই ডাল চাষ বৃদ্ধি পেয়েছে। যে সব এলাকায় মাষকলাই চাষ হতো না এখন সে সব এলাকায় মাষকলাই চাষ হচ্ছে। সরকার এ প্রকল্প কৃষি বিভাগ বাস্তবায়ন করায় মাষকলাই চাষ করে কৃষকুল স্বাবলম্বি হয়েছে।
জানা যায়, জামালপুর সদর উপজেলা কৃষি সর্মৃদ্ধ এলাকা। এ উপজেলার এমন কোন এলাকা নেই মাষকলাই চাষ না হচ্ছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে,ডাল চাষ বৃদ্ধির লক্ষ্যে সরকার বেশ কিছু প্রকল্প হাতে নেয়। এ সব প্রকল্পের আওতায় লক্ষীরচর, রায়েরচর, টেবিরচর, তুলশীরচর, কাজিয়ারচর, চরগজারিয়া সহ আরো বেশ কয়েকটি এলাকায় এ প্রকল্প বাস্তবায়িত হয়। প্রায় কৃষক সরকারি সুযোগ সুবিধা পেয়ে ব্যপক ভাবে মাষ কলাই চাষ করে বাম্পার ফলন পেয়েছে। সরেজমিনে এ এলাকা গুলো ঘুরে কথা হয় বেশ কয়েকজন কৃষকের সাথে তারা এ প্রতিবেদক কে বলেন,মাষ কলাই চাষের জন্য সরকার কৃষি বিভাগের মাধ্যমে উচ্চ ফলনশীল বীজ দিয়ে সহায়তা করেছে। পাশাপাশি মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে পাশে থেকেছে। যার জন্যে মাষকলাই চাষে বাম্পার ফলন হয়েছে।
এ দিকে সরকারের সফল প্রকল্প কৃষি বিভাগ মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় বাস্তবায়ন করেছে। সর্বত্র মাষকলাই চাষ হচ্ছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে,ডাংধরা পাররামপুর হাতিবান্দা, বগারচর, বাট্রাজোর, ভাটারা, কামরাবাদ সহ আরো বেশ কয়েকটি এলাকায় মাষকলাই চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। ডাংধরা গ্রামের সাত্তার(৪৮) বাবুল(৪০) কাসেম(৫০) এর সাথে কথা হয়, তারা জানান, কৃষক বান্ধব সরকার সব সময় কৃষি ও কৃষকদের জন্য উন্নয়নমূখী প্রকল্প গ্রহণ করে। এ প্রকল্পের অধীনে সরকারি সুযোগ সুবিধা পেয়ে অনেকেই মাষকলাই চাষ করে বাম্পার ফলন পেয়েছে। মাষকলাই এখন অর্থকরী ফসলে পরিনত হয়েছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাষকলাই ডাল চাষ বৃদ্ধি পেয়েছে

আপডেট টাইম : ০৬:৫৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

সারা দেশের ন্যায় জামালপুর কৃষি নির্ভর এলাকা। সরকারের কৃষি বিষয়ক প্রকল্প বাস্থবায়িত হয় এ জেলাকে ঘিরে। ৭টি উপজেলার সর্বত্র মাষকলাই ডাল চাষ বৃদ্ধি পেয়েছে। যে সব এলাকায় মাষকলাই চাষ হতো না এখন সে সব এলাকায় মাষকলাই চাষ হচ্ছে। সরকার এ প্রকল্প কৃষি বিভাগ বাস্তবায়ন করায় মাষকলাই চাষ করে কৃষকুল স্বাবলম্বি হয়েছে।
জানা যায়, জামালপুর সদর উপজেলা কৃষি সর্মৃদ্ধ এলাকা। এ উপজেলার এমন কোন এলাকা নেই মাষকলাই চাষ না হচ্ছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে,ডাল চাষ বৃদ্ধির লক্ষ্যে সরকার বেশ কিছু প্রকল্প হাতে নেয়। এ সব প্রকল্পের আওতায় লক্ষীরচর, রায়েরচর, টেবিরচর, তুলশীরচর, কাজিয়ারচর, চরগজারিয়া সহ আরো বেশ কয়েকটি এলাকায় এ প্রকল্প বাস্তবায়িত হয়। প্রায় কৃষক সরকারি সুযোগ সুবিধা পেয়ে ব্যপক ভাবে মাষ কলাই চাষ করে বাম্পার ফলন পেয়েছে। সরেজমিনে এ এলাকা গুলো ঘুরে কথা হয় বেশ কয়েকজন কৃষকের সাথে তারা এ প্রতিবেদক কে বলেন,মাষ কলাই চাষের জন্য সরকার কৃষি বিভাগের মাধ্যমে উচ্চ ফলনশীল বীজ দিয়ে সহায়তা করেছে। পাশাপাশি মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে পাশে থেকেছে। যার জন্যে মাষকলাই চাষে বাম্পার ফলন হয়েছে।
এ দিকে সরকারের সফল প্রকল্প কৃষি বিভাগ মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় বাস্তবায়ন করেছে। সর্বত্র মাষকলাই চাষ হচ্ছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে,ডাংধরা পাররামপুর হাতিবান্দা, বগারচর, বাট্রাজোর, ভাটারা, কামরাবাদ সহ আরো বেশ কয়েকটি এলাকায় মাষকলাই চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। ডাংধরা গ্রামের সাত্তার(৪৮) বাবুল(৪০) কাসেম(৫০) এর সাথে কথা হয়, তারা জানান, কৃষক বান্ধব সরকার সব সময় কৃষি ও কৃষকদের জন্য উন্নয়নমূখী প্রকল্প গ্রহণ করে। এ প্রকল্পের অধীনে সরকারি সুযোগ সুবিধা পেয়ে অনেকেই মাষকলাই চাষ করে বাম্পার ফলন পেয়েছে। মাষকলাই এখন অর্থকরী ফসলে পরিনত হয়েছে।