ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে বজ্রপাতের পৃথক ঘটনায় মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু জামালপুরে ধানের বাজার মধ্যস্বত্বভোগীরদের দখলে রানীশংকৈলে জিপিএ—৫ পাওয়া ৪ শিক্ষার্থীর স্বপ্ন পূরণের বাধা অর্থিক সংকট কালিয়াকৈরে এক নারী মাদক ব্যবসায়ী হেরোইনসহ গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উৎযাপন উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে হারানো টাকা মালিকের হাতে ফেরত দিয়ে দিষ্টান্ত স্হাপন করলো পুলিশ ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন কতৃক মসজিদ পরিস্কার অভিযান ফুলবাড়ীতে ভুট্টা বোঝাই ট্রলির চালক নিজ গাড়িতে চাপা পড়ে নিহত বিবাহিত অছাত্র কিশোরগ্যাং এর লিডার রুবেল হোসেন জয়কে দিয়ে এবার ছাত্রলীগের নতুন কমিটি করা হলো কুষ্টিয়ায় পদ্মায় ডুবে যাওয়া নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

গাজীপুরবাসীর জন্য চরম “সৌভাগ্য’ বর্তমান ডিসি এডিসি রেভিনিউ চৌকস ও মেধাবী দুই কর্মকর্তার চিন্তা,চেতনায় কর্মে, সর্বোপরিভাবে সততাকে প্রাধাণ্য দিয়েই দায়িত্ব পালন করছেন

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : ১২:২৬:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • ৬১ ০.০০০ বার পাঠক

গাজীপুর জেলার বর্তমান ডিসি, এডিসি রেভিনিউ জেলায় যোগদানের পর ভুমি অধিগ্রহণ শাখা হতে শুরু করে এসি ল্যান্ড অফিস, ইউনিয়ন ভুমি অফিসের সকল উমেদারের কাজ বন্ধ,এমনকি তাদেরকে এই অফিসগুলোতে প্রবেশ ও নিষিদ্ধ করেন। তবে সাধারণ মানুষের জন্য প্রকৃতপক্ষে যাদের জমি সংক্রান্ত কাজে নিজের নামে নামজারী ও জমাভাগ, নামজারীর মিস কেস, নিজের জমি অধিগ্রহণ করা হয়েছে, তাদের ক্ষতিপূরণের বিল উত্তোলনের জন্য উন্মুক্ত করেন, কোন প্রকার দালাল সিন্ডিকেট ছাড়া নিজের কাজের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করে দেখা করার জন্য অগাধ সুযোগ করে দিয়েছেন।মহান সৃষ্টিকর্তার বেধে দেওয়া, যাওয়া আসার নিয়মে। রাষ্ট্রের আইন ও বিধান অনুযায়ী ডিসি এবং এডিসি রেভিনিউ পদে তাদেরকে গাজীপুর জেলার দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়াছেন মহান সৃষ্টিকর্তা –মানুষ পৃথিবীতে আসবে আবার চলেও যাবে। মহান সৃষ্টিকর্তার বেধে দেওয়া আসা যাওয়ার নিয়মের বাইরে জীবনের কোন অস্তিত্ব নেই।পরম সত্ত্বার বেঁধে দেওয়া অমোঘ সত্যের বাইরে পা রাখার কোন সুযোগ মানুষের হাতে ও নেই- তবুও কোন কোন মানুষ, কোন কোন জীবন ইতিহাসের অমর পাতায় সোনালী হরফে জায়গা করে নিয়েছেন নিজ কর্মগুণে যেমনটা গাজীপুর জেলার বর্তমান ডিসি ও এডিসি রেভিনিউ – অনাদীকালের মানুষ তাদেরকে অনুস্মরণ করবে তাহাদের স্তুতিবাক্য জপ করে পরম মমতায়, হৃদয়ের সবটুকু অর্ঘ্য ঢেলে,যাহারা জীবন ইতিহাসের অমর ✋ পাতায় সোনালী হরফে জায়গা করে নিয়েছেন তাদের নিজ কর্ম গুনে ।সত্য সুন্দরের অমর বেদীতে যাদের জন্ম।সততাকে লালন, ধারণ ও বিশ্বাসের বেলাভূমিতে প্রতিষ্ঠিত করে মানব সেবার, অমিয় সুধা ঢেলে দিয়ে নিজের কর্মজীবন , অতি সাধারন যারা পৃথিবীর বৃন্তে, বাংলাদেশের, গাজীপুর জেলার মতো জটিল মঞ্চে আবির্ভূত হয়েছেন ! প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছেন , এই দেশের উন্নয়নের ক্ষেত্রে যে, প্রধান ব্যাধি, “”” দুর্নীতি “””‘ সেই দুর্নীতি নামক এক ক্যান্সারের বিরুদ্ধে তাহারা দুজন পুর্বের কর্মস্থলে যেমনটা ছিলেন।বর্তমান কর্মস্থলে ও আছেন অনুরূপ সদা গতিশীল।
প্রতিকূলতার মহাসমুদ্রে দাড়িয়ে ডিসি এবং এডিসি রেভিনিউ, সততাকে ধারন করেই মাননীয় প্রধানমন্ত্রীর, ভিশন কে বাস্তবায়নে অগ্রনী ভুমিকা পালন ইতিপূর্বে ও করেছেন এবং বর্তমানে ও করছেন।
অশুদ্ধ মানুষের দ্বারা, শত বঞ্চনা বুকে ধারন করে হাসির আড়ালে দেশের এই ক্রান্তির মুহূর্তে ও মানব সেবায় সর্বক্ষণ তাহারাই । “আরাম আয়েশ, বিলাসিতা” আর অহংকারহীন জীবনের প্রান্তে দাড়িয়ে মানুষকে মানবিক বেদীতে অধিষ্ঠিত করে জনসাধারণের প্রাপ্য সেবা প্রদান করার সংগ্রামে নিয়ত ব্রতচারি তাহারা জ্বলন্ত প্রদ্বীপের মত গাজীপুর জেলার, মানুষের প্রাপ্য সেবা দিয়ে যাচ্ছেন । তাদের পরিবার ও ব্যক্তি জীবনকে ,ভোগ ও বিলাসিতা থেকে বহু দূরে রাখছেন সর্বদাই। গাজীপুর জেলার মানুষ (রাজস্ব) দপ্তরের অধিনস্থ সকল ভুমি অফিসের কর্মকর্তা কর্তৃক কর্মকাণ্ডের মূলত বৃটিশ ঔপনিবেশিক শাসন, ব্যবস্থা থেকে মুক্তি চেয়েছিলেন, যুগে যুগে।কিন্তু কুটিল চক্রান্তের নাগপাশ ছিড়তে পারেননি। অতীতের কোন ডিসি এবং এডিসি রেভিনিউ এর দায়িত্বে ছিলেন যে সকল কর্মকর্তা,, কিন্তু বর্তমানে তাহারা দুজন কর্মে ও চিন্তায় সততার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হয়েছেন। চিহ্নিত দুর্নীতির মাস্টার পুত্র গাজীপুর জেলার সাবেক এডিসি রেভিনিউ মশিউর রহমান চক্রান্তের অতলান্তে , ইতিহাসের নির্মম বেদীতে, পুর্বের কতিপয় দুর্নীতিবাজ মশিউরের প্রেতাত্মা গং-নি:শেষ হয়ে গেছেন , বলীদান দিতে বাধ্য হয়েছে , —দুর্নীতিবাজ মশিউর ষড়যন্ত্রকারিদের বহুমুখি চক্রান্ত সফল হয়নি ভেস্তে গেছে । :- সর্বোপরি
গাজীপুরবাসী একজন দেবদূত চেয়েছিলেন প্রকৃত সৎ, দক্ষ, মেধাবী চৌকস ডিসি কিন্তু পায়নি। – অবশেষে মহান আল্লাহ প্রদত্ত কাঙ্খিত, ( সে-ই) লোক দুটো অতি সাধারন মানুষ,( বর্তমান ডিসি ও এডিসি রেভিনিউ) দুর্নীতিবাজদের লুটেরা,সিন্ডিকেট বিপক্ষ শক্তির শত মিথ্যে নাটকীয়তার কবর রচনা করেছেন গাজীপুর জেলার (রাজস্ব)সকল ভুমি অফিসে নতুন সূর্য ছিনিয়ে আনতে সক্ষম হয়েছেন – সততা এবং, সত্যবাদী কে, স্বয়ং মহান আল্লাহ পাক হেফাজত করেন। ভালো কাজের বিরোধী প্রপাগন্ডায় প্রশাসনে বিভ্রান্ত করে, বিষিয়ে তুলে ফায়দা হাসিলের নগ্ন খেলায় ও মত্ত ছিলেন এখনো আছেন কিছু কতিপয় কুচক্রী দুর্নীতিবাজ মহল। কিন্তু সফল হতে পারেন নাই। পুর্বের কর্মস্থলে ও সততাকে প্রাধান্য দিয়েছেন কর্ম সাধনে, সর্বদাই যেমনটা দায়িত্বে থাকাবস্থায় সততাকে প্রাধান্য দিয়েই কাজ,করেছেন,সেখানেও তাহারা দুইজন,অন্যায়ের বিরুদ্ধে, জনগণের সেবায় সুনাম অর্জন করেছেন। বিনিদ্র রজনীর সুখ-সম্ভোগ ত্যাগের যে ইতিহাস রচিয়েছিলেন। ইতিমধ্যে এই জেলায় দায়িত্ব পালনকালে গাজীপুরের মানব মনের গোপন জমিনে যেভাবে নিজেদের অস্তিত্বের শেকড় প্রথিত করেছেন দুই কর্তা। ⚪ ভয়ংকর এই দুর্নীতির সিন্ডিকেট চক্রান্তকারীদের নিয়ন্ত্রণ করা শুধু দু:সাধ্যই ছিল না , দূরুহও ছিল বটে। ডিসি ও এডিসি রেভিনিউ হিসেবে দায়িত্ব বুঝে নিয়ে তাদের “মেধা ” কর্মে, “চিন্তায়, সততা, বিচক্ষণতা এবং দক্ষতার সঙ্গে রাজস্ব দপ্তরের মতো, কঠিন দু;সাধ্যের মোকাবিলা করতে ইতিমধ্যেই সক্ষম হয়েছেন।
ইনশাআল্লাহ, “নি:সন্দেহে বলা যায় মুক্ত সকালের শুভ্রতা একদিন অবশ্যই স্পর্শ করবে, হয়ত সূর্য উঠার আর বেশি দেরি নেই।।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে বজ্রপাতের পৃথক ঘটনায় মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

গাজীপুরবাসীর জন্য চরম “সৌভাগ্য’ বর্তমান ডিসি এডিসি রেভিনিউ চৌকস ও মেধাবী দুই কর্মকর্তার চিন্তা,চেতনায় কর্মে, সর্বোপরিভাবে সততাকে প্রাধাণ্য দিয়েই দায়িত্ব পালন করছেন

আপডেট টাইম : ১২:২৬:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

গাজীপুর জেলার বর্তমান ডিসি, এডিসি রেভিনিউ জেলায় যোগদানের পর ভুমি অধিগ্রহণ শাখা হতে শুরু করে এসি ল্যান্ড অফিস, ইউনিয়ন ভুমি অফিসের সকল উমেদারের কাজ বন্ধ,এমনকি তাদেরকে এই অফিসগুলোতে প্রবেশ ও নিষিদ্ধ করেন। তবে সাধারণ মানুষের জন্য প্রকৃতপক্ষে যাদের জমি সংক্রান্ত কাজে নিজের নামে নামজারী ও জমাভাগ, নামজারীর মিস কেস, নিজের জমি অধিগ্রহণ করা হয়েছে, তাদের ক্ষতিপূরণের বিল উত্তোলনের জন্য উন্মুক্ত করেন, কোন প্রকার দালাল সিন্ডিকেট ছাড়া নিজের কাজের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করে দেখা করার জন্য অগাধ সুযোগ করে দিয়েছেন।মহান সৃষ্টিকর্তার বেধে দেওয়া, যাওয়া আসার নিয়মে। রাষ্ট্রের আইন ও বিধান অনুযায়ী ডিসি এবং এডিসি রেভিনিউ পদে তাদেরকে গাজীপুর জেলার দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়াছেন মহান সৃষ্টিকর্তা –মানুষ পৃথিবীতে আসবে আবার চলেও যাবে। মহান সৃষ্টিকর্তার বেধে দেওয়া আসা যাওয়ার নিয়মের বাইরে জীবনের কোন অস্তিত্ব নেই।পরম সত্ত্বার বেঁধে দেওয়া অমোঘ সত্যের বাইরে পা রাখার কোন সুযোগ মানুষের হাতে ও নেই- তবুও কোন কোন মানুষ, কোন কোন জীবন ইতিহাসের অমর পাতায় সোনালী হরফে জায়গা করে নিয়েছেন নিজ কর্মগুণে যেমনটা গাজীপুর জেলার বর্তমান ডিসি ও এডিসি রেভিনিউ – অনাদীকালের মানুষ তাদেরকে অনুস্মরণ করবে তাহাদের স্তুতিবাক্য জপ করে পরম মমতায়, হৃদয়ের সবটুকু অর্ঘ্য ঢেলে,যাহারা জীবন ইতিহাসের অমর ✋ পাতায় সোনালী হরফে জায়গা করে নিয়েছেন তাদের নিজ কর্ম গুনে ।সত্য সুন্দরের অমর বেদীতে যাদের জন্ম।সততাকে লালন, ধারণ ও বিশ্বাসের বেলাভূমিতে প্রতিষ্ঠিত করে মানব সেবার, অমিয় সুধা ঢেলে দিয়ে নিজের কর্মজীবন , অতি সাধারন যারা পৃথিবীর বৃন্তে, বাংলাদেশের, গাজীপুর জেলার মতো জটিল মঞ্চে আবির্ভূত হয়েছেন ! প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছেন , এই দেশের উন্নয়নের ক্ষেত্রে যে, প্রধান ব্যাধি, “”” দুর্নীতি “””‘ সেই দুর্নীতি নামক এক ক্যান্সারের বিরুদ্ধে তাহারা দুজন পুর্বের কর্মস্থলে যেমনটা ছিলেন।বর্তমান কর্মস্থলে ও আছেন অনুরূপ সদা গতিশীল।
প্রতিকূলতার মহাসমুদ্রে দাড়িয়ে ডিসি এবং এডিসি রেভিনিউ, সততাকে ধারন করেই মাননীয় প্রধানমন্ত্রীর, ভিশন কে বাস্তবায়নে অগ্রনী ভুমিকা পালন ইতিপূর্বে ও করেছেন এবং বর্তমানে ও করছেন।
অশুদ্ধ মানুষের দ্বারা, শত বঞ্চনা বুকে ধারন করে হাসির আড়ালে দেশের এই ক্রান্তির মুহূর্তে ও মানব সেবায় সর্বক্ষণ তাহারাই । “আরাম আয়েশ, বিলাসিতা” আর অহংকারহীন জীবনের প্রান্তে দাড়িয়ে মানুষকে মানবিক বেদীতে অধিষ্ঠিত করে জনসাধারণের প্রাপ্য সেবা প্রদান করার সংগ্রামে নিয়ত ব্রতচারি তাহারা জ্বলন্ত প্রদ্বীপের মত গাজীপুর জেলার, মানুষের প্রাপ্য সেবা দিয়ে যাচ্ছেন । তাদের পরিবার ও ব্যক্তি জীবনকে ,ভোগ ও বিলাসিতা থেকে বহু দূরে রাখছেন সর্বদাই। গাজীপুর জেলার মানুষ (রাজস্ব) দপ্তরের অধিনস্থ সকল ভুমি অফিসের কর্মকর্তা কর্তৃক কর্মকাণ্ডের মূলত বৃটিশ ঔপনিবেশিক শাসন, ব্যবস্থা থেকে মুক্তি চেয়েছিলেন, যুগে যুগে।কিন্তু কুটিল চক্রান্তের নাগপাশ ছিড়তে পারেননি। অতীতের কোন ডিসি এবং এডিসি রেভিনিউ এর দায়িত্বে ছিলেন যে সকল কর্মকর্তা,, কিন্তু বর্তমানে তাহারা দুজন কর্মে ও চিন্তায় সততার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হয়েছেন। চিহ্নিত দুর্নীতির মাস্টার পুত্র গাজীপুর জেলার সাবেক এডিসি রেভিনিউ মশিউর রহমান চক্রান্তের অতলান্তে , ইতিহাসের নির্মম বেদীতে, পুর্বের কতিপয় দুর্নীতিবাজ মশিউরের প্রেতাত্মা গং-নি:শেষ হয়ে গেছেন , বলীদান দিতে বাধ্য হয়েছে , —দুর্নীতিবাজ মশিউর ষড়যন্ত্রকারিদের বহুমুখি চক্রান্ত সফল হয়নি ভেস্তে গেছে । :- সর্বোপরি
গাজীপুরবাসী একজন দেবদূত চেয়েছিলেন প্রকৃত সৎ, দক্ষ, মেধাবী চৌকস ডিসি কিন্তু পায়নি। – অবশেষে মহান আল্লাহ প্রদত্ত কাঙ্খিত, ( সে-ই) লোক দুটো অতি সাধারন মানুষ,( বর্তমান ডিসি ও এডিসি রেভিনিউ) দুর্নীতিবাজদের লুটেরা,সিন্ডিকেট বিপক্ষ শক্তির শত মিথ্যে নাটকীয়তার কবর রচনা করেছেন গাজীপুর জেলার (রাজস্ব)সকল ভুমি অফিসে নতুন সূর্য ছিনিয়ে আনতে সক্ষম হয়েছেন – সততা এবং, সত্যবাদী কে, স্বয়ং মহান আল্লাহ পাক হেফাজত করেন। ভালো কাজের বিরোধী প্রপাগন্ডায় প্রশাসনে বিভ্রান্ত করে, বিষিয়ে তুলে ফায়দা হাসিলের নগ্ন খেলায় ও মত্ত ছিলেন এখনো আছেন কিছু কতিপয় কুচক্রী দুর্নীতিবাজ মহল। কিন্তু সফল হতে পারেন নাই। পুর্বের কর্মস্থলে ও সততাকে প্রাধান্য দিয়েছেন কর্ম সাধনে, সর্বদাই যেমনটা দায়িত্বে থাকাবস্থায় সততাকে প্রাধান্য দিয়েই কাজ,করেছেন,সেখানেও তাহারা দুইজন,অন্যায়ের বিরুদ্ধে, জনগণের সেবায় সুনাম অর্জন করেছেন। বিনিদ্র রজনীর সুখ-সম্ভোগ ত্যাগের যে ইতিহাস রচিয়েছিলেন। ইতিমধ্যে এই জেলায় দায়িত্ব পালনকালে গাজীপুরের মানব মনের গোপন জমিনে যেভাবে নিজেদের অস্তিত্বের শেকড় প্রথিত করেছেন দুই কর্তা। ⚪ ভয়ংকর এই দুর্নীতির সিন্ডিকেট চক্রান্তকারীদের নিয়ন্ত্রণ করা শুধু দু:সাধ্যই ছিল না , দূরুহও ছিল বটে। ডিসি ও এডিসি রেভিনিউ হিসেবে দায়িত্ব বুঝে নিয়ে তাদের “মেধা ” কর্মে, “চিন্তায়, সততা, বিচক্ষণতা এবং দক্ষতার সঙ্গে রাজস্ব দপ্তরের মতো, কঠিন দু;সাধ্যের মোকাবিলা করতে ইতিমধ্যেই সক্ষম হয়েছেন।
ইনশাআল্লাহ, “নি:সন্দেহে বলা যায় মুক্ত সকালের শুভ্রতা একদিন অবশ্যই স্পর্শ করবে, হয়ত সূর্য উঠার আর বেশি দেরি নেই।।