ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জ পৌর এলাকার গন্জেরহাটি গ্রামের সরকারি রাস্তা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রনব বনিকের দখলের চেষ্টা নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে আহত সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান চট্টগ্রামে জনতা ব্যাংক সিবিএ নেতা আফসার আ.লীগের আমলে দাপট দেখিয়ে এখন বিএনপি নিয়োগ, বদলি, চাঁদাবাজি করে কামিয়েছেন টাকা মহারাষ্ট্রে ভূমিধস জয়ের পথে বিজেপি জোট, ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’ পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু জুলাই বিপ্লবে আহত বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের ছেলে মো. বাবুকে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে থাইল্যান্ড আজমিরীগঞ্জে  বিয়ের ছয় মাস পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা রায়পুরে দেশীয় শিল্প ও পণ্য মেলায় ভ্রাম্যমান আদালত, নগদ অর্থদণ্ড কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মোংলায় জলবায়ু ন্যায্যতার গণসংলাপে বক্তারা : সুন্দরবন উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্রের সুরক্ষা দিন

শিবগঞ্জে অসহায় এক মহিলার কাছে ১ লক্ষ্য টাকা চাঁদার দাবি

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : ০৩:০৮:৩১ অপরাহ্ণ, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • / ৮৮ ৫০০০.০ বার পাঠক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৩ নং দাইপুখুরিয়া ইউনিয়নের, ৯ নং ওয়ার্ডের অসহায় গরীব, মোসাঃ মোনুয়ারা বেগম ৩২, তিনি দুই সন্তানের জননী, তাহাকে ডিভোর্স দিয়ে অন্য এক জায়গায় সংসার বাঁধেন তাঁর স্বামী , মোনুয়ারা তার দুই সন্তান নিয়ে কষ্টের মধ্যে বসবাস করেন,তাহার বাবার বাড়িতে এক পর্যায়ে তিনি দুই সন্তান নিয়ে ঢাকায় চলে যান এবং মানুষের বাড়িতে জিইয়ের কাজ করে তিলে তিলে কষ্টের উপার্জনের টাকা জমা করেন। ঐ কষ্টের উপার্জিত জমানো টাকা দিয়ে একই ওয়ার্ডের বাসিন্দা,মৃত্যু মোঃ নেফাউর রহমানের ছেলে মোঃ কেতাব উদ্দিন এর কাছ থেকে ০,০ ৩৩০ পয়েন্ট অর্থাৎ ২ কাঠা জমি ক্রয় করেন ২২/১১/২০২০ইং তারিখ। তাহার দলিল ক্রমিক নম্বর, ১৩২২৬,
দলিল নঃ ১৩১০১ দাগ নঃ৪৭৪
খতিয়ান নঃ ৮৭৪ আরএস খতিয়ান নঃ ১০৫ জেএল নঃ ২৪, মৌজা এখলাসপুর,, মাটি ক্রয়ের কিছুদিন পরে দুই সন্তান রেখে সৌদি আরব চলে যান। চলে যাবার কিছুদিন পর, কষ্ট করা উপার্জনের কিছু টাকা তাহার মেয়ের একাউন্টে পাঠান তাহার মেয়ে মোসাঃ পাখি খাতুন ১৪,
ক্রয় করা জমির উপর পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন একই গ্রামের মোঃ মুনজুর আলীর ছেলে মোঃ বেলাল উদ্দিন ( পাইলট) ৪৭ নামের এক মাদক সেবন কারি, মোসাঃ মোনুয়ারার মেয়ে মোসাঃ পাখি খাতুনকে বলেন তোর মাকে বলবি আমাকে (এক) ১০০০০০ টাকা না দিলে তোদের বাড়ি করতে দেওয়া হবে না,আর যদি তোর মা টাকা না দেন তাহলে তোদের নির্মাণ শ্রমিকসহ তোদের সকলের খবর আছে, তিনি আরো বলেন চাঁদার টাকা না পাইলে তোদের বাড়ি করা হবেনা, তোদের চরম বিপদ হবে বলে হুমকি দুমকি দেই। পাখি খাতুন তার মায়ের সাথে ফোন আলাপে বেলালের কথা গুলো বলেন এবং মনোয়ারা তাহার মেয়ে মোসাঃ পাখিকে থানায় একটি অভিযোগ দাখিলের কথা বলিলে পাখি খাতুন গত ২৯ /২/ ২০২৪ ইং তারিখে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন, স্থানীয় সূত্রে জানা যায় বেলাল উদ্দিন মাদক সেবন, নারী কেলাংকারী,বিভিন্ন প্রতারনার কাজসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।
সূত্রে আরও জানা যায় যে বেলাল উদ্দিনের ৬ স্ত্রী, এই বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজ্জাদ হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শিবগঞ্জে অসহায় এক মহিলার কাছে ১ লক্ষ্য টাকা চাঁদার দাবি

আপডেট টাইম : ০৩:০৮:৩১ অপরাহ্ণ, শনিবার, ৯ মার্চ ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৩ নং দাইপুখুরিয়া ইউনিয়নের, ৯ নং ওয়ার্ডের অসহায় গরীব, মোসাঃ মোনুয়ারা বেগম ৩২, তিনি দুই সন্তানের জননী, তাহাকে ডিভোর্স দিয়ে অন্য এক জায়গায় সংসার বাঁধেন তাঁর স্বামী , মোনুয়ারা তার দুই সন্তান নিয়ে কষ্টের মধ্যে বসবাস করেন,তাহার বাবার বাড়িতে এক পর্যায়ে তিনি দুই সন্তান নিয়ে ঢাকায় চলে যান এবং মানুষের বাড়িতে জিইয়ের কাজ করে তিলে তিলে কষ্টের উপার্জনের টাকা জমা করেন। ঐ কষ্টের উপার্জিত জমানো টাকা দিয়ে একই ওয়ার্ডের বাসিন্দা,মৃত্যু মোঃ নেফাউর রহমানের ছেলে মোঃ কেতাব উদ্দিন এর কাছ থেকে ০,০ ৩৩০ পয়েন্ট অর্থাৎ ২ কাঠা জমি ক্রয় করেন ২২/১১/২০২০ইং তারিখ। তাহার দলিল ক্রমিক নম্বর, ১৩২২৬,
দলিল নঃ ১৩১০১ দাগ নঃ৪৭৪
খতিয়ান নঃ ৮৭৪ আরএস খতিয়ান নঃ ১০৫ জেএল নঃ ২৪, মৌজা এখলাসপুর,, মাটি ক্রয়ের কিছুদিন পরে দুই সন্তান রেখে সৌদি আরব চলে যান। চলে যাবার কিছুদিন পর, কষ্ট করা উপার্জনের কিছু টাকা তাহার মেয়ের একাউন্টে পাঠান তাহার মেয়ে মোসাঃ পাখি খাতুন ১৪,
ক্রয় করা জমির উপর পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন একই গ্রামের মোঃ মুনজুর আলীর ছেলে মোঃ বেলাল উদ্দিন ( পাইলট) ৪৭ নামের এক মাদক সেবন কারি, মোসাঃ মোনুয়ারার মেয়ে মোসাঃ পাখি খাতুনকে বলেন তোর মাকে বলবি আমাকে (এক) ১০০০০০ টাকা না দিলে তোদের বাড়ি করতে দেওয়া হবে না,আর যদি তোর মা টাকা না দেন তাহলে তোদের নির্মাণ শ্রমিকসহ তোদের সকলের খবর আছে, তিনি আরো বলেন চাঁদার টাকা না পাইলে তোদের বাড়ি করা হবেনা, তোদের চরম বিপদ হবে বলে হুমকি দুমকি দেই। পাখি খাতুন তার মায়ের সাথে ফোন আলাপে বেলালের কথা গুলো বলেন এবং মনোয়ারা তাহার মেয়ে মোসাঃ পাখিকে থানায় একটি অভিযোগ দাখিলের কথা বলিলে পাখি খাতুন গত ২৯ /২/ ২০২৪ ইং তারিখে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন, স্থানীয় সূত্রে জানা যায় বেলাল উদ্দিন মাদক সেবন, নারী কেলাংকারী,বিভিন্ন প্রতারনার কাজসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।
সূত্রে আরও জানা যায় যে বেলাল উদ্দিনের ৬ স্ত্রী, এই বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজ্জাদ হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।