মোংলায় খাদিজাতুল কোবরা (রা:)নূরানী মাদ্রাসার আয়োজনে পুরস্কার বিতরণ ও দাতা সন্মেলন অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৮:৪৪:২৮ পূর্বাহ্ণ, শনিবার, ৯ মার্চ ২০২৪
- / ১৩২ ৫০০০.০ বার পাঠক
মোংলায় ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে আধুনিক শিক্ষা অনুশীলনের মাধ্যমে সৎ,যোগ্য, সুশিক্ষিত ও আদর্শবান নাগরিক গঠনের লক্ষে মোংলা কলেজ সংলগ্ন জয়বাংলা ইসলাম পাড়ায় অবস্থিত খাদিজাতুল কোবরা রাঃ নূরাণী মাদরাসায় ৯ ই মার্চ ২০২৪ ইং তারিখ শনিবার সকাল সাড়ে ১১টায় মোংলায় খাদিজাতুল কোবরা (রা) নূরানী মাদ্রাসার আয়োজনে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দাতা সন্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা ভাইস-চেয়াম্যান প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক মো: ওবাইদুল ইসলাম হিমেল, মোংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: ওমর ফারুক, মোংলা পৌর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম তারেক বিন সুলতান, বাঁশতলা জামিয়াতুস সুন্নাহ কওমী মাদ্রাসার মুহতামিম ক্বারি আবু সাইদ, মোহসিনিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মো: আ: জব্বার, মোংলা আল হেলাল জামে মসজিদের ইমাম মুফতি মাও: ওবায়দুল্লাহ আজাদী, মোংলা নতুন কবরস্থান জামে মসজিদের ইমাম মাও: আঃ রউফ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন, বি,এল,এস জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাও: রেজাউল করিম।
উপস্থাপনায় ছিলেন, মোংলা খাদিজাতুল কোবরা(রা) নূরানী মাদ্রাসার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মারুফসহ উক্ত মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকগন। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, খাদিজাতুল কুবরা (রা) নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক ক্বারি মো: ফয়সাল আহমদ। এ সময় উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক ক্বারি মো: ফয়সাল আহমদ বলেন, আপনার সন্তানকে সুশিক্ষিত ও আদর্শবান গড়ে তুলতে আমরা নার্সারি থেকে ১ম শ্রেণী পর্যন্ত খেলাধুলার ব্যবস্থা করেছি। নূরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের শিক্ষা ক্রমের অনুস্মরণে পরিচালিত এবং বিজ্ঞ, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী ধারা নিবিড় তত্ত্বাবধান ও পাঠদান করা হয়। পরে ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরনসহ প্রতিষ্ঠানের কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্তি করা হয়।