ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
ইবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত এক ও ট্রেনে কেটে নিহত এক ব্যক্তি নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১৩  প্রার্থীর কিশোরগঞ্জসদর সহ হোসেনপুর পাকুন্দিয়া তিনটি উপজেলায় নির্বাচনে যারা জয়ী হয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যুবতীর মৃত্যু দিনাজপুরের তিন উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা নানা সমস্যায় জর্জরিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে বৈধ প্রার্থী যারা ভৈরবে আগানগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ আশুলিয়ায় প্রান্তিক পর্যায় উন্নয়ন প্রচার প্রকল্প”এর আওতায় মহিলা সমাবেশ

জামালপুরে ভূট্টা চাষে কৃষকের ভাগ্য পরিবর্তন

এক সময় যে সব জমিতে তামাক চাষ হতো এখন সে সব জমিতে ভূট্টা চাষ হচ্ছে। জামালপুর জেলার ৭টি উপজেলায় ব্যাপক আকারে ভূট্টা চাষ হচ্ছে। ভূট্টা চাষ বৃদ্ধি পাওয়ায় অর্থকরী ফসলে পরিনত হয়েছে। অধিকাংশ কৃষক ভূট্টার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে ফেলেছে। ভূট্রা এখন জনপ্রিয় ফসলে পরিনত হয়েছে।
জানা যায়, সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে ব্যপক আকারে ভূট্রা চাষ হচ্ছে। বিগত মৌসুমের তুলনায় কৃষকরা দ্বিগুন জমিতে ভূট্রা চাষ করছে। বিশেষ করে লক্ষিরচর, রায়ের চর, টেবিরচর, কাজিয়ার চরে ভূট্রা চাষ বৃদ্ধি পেয়েছে। সরেজমিনে এ চর গুলো ঘুরে দেখা ও জানা গেছে গেছে জেলা কৃষি বিভাগের সহযোগিতায় কৃষকরা ভূট্রা চাষ করেছে। কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে থাকায় ভূট্রা জমিতে কোন রোগ বালাই আক্রমন করতে পারেনি। আশা করা যাচ্ছে এবারও বাম্পার ফলন হবে। কথা হয় কৃষক মজিবর (৪০), সাদেক (৪৮) এর সাথে তারা এ প্রতিবেদক কে জানান, কৃষি বিভাগ উন্নত জাতে বীজ পরিমিত সার কীটনাশক সহ সার্বিক পরামর্শ দেয়ায় আমরা ভূট্রা চাষ করেছি। এখন পর্যন্ত রোগ বালাই আক্রমন করতে পারেনি। এতে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
কৃষি বিভাগ ভূট্রা চাষ সদর উপজেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ছড়িয়ে দিয়েছে। এ উপজেলা গুলোর এমন কোন গ্রাম নেই ভূট্রা চাষ না হচ্ছে। সরেজমিনে ডাংধরা, পাররাপুর, পাথরশী, নাংলা, আদ্রা এলাকা ঘুরে দেখা ও জানা গ্রামের পর গ্রাম ভূট্রা গাছের সমারোহ। কৃষক বাবুল (৪০) খাদেম (৫০) জানান তার ১০ বিঘা জমিতে ভূট্রা চাষ করেছে। তারা আরো বলেন কৃষি বিভাগের কল্যানে এবার ভূট্রার বাম্পার ফলন হবে। ভূট্রা এ এলাকার জনপ্রিয় ফসলে পরিনত হয়েছে।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

ইবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জামালপুরে ভূট্টা চাষে কৃষকের ভাগ্য পরিবর্তন

আপডেট টাইম : ০৭:১৯:২৩ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

এক সময় যে সব জমিতে তামাক চাষ হতো এখন সে সব জমিতে ভূট্টা চাষ হচ্ছে। জামালপুর জেলার ৭টি উপজেলায় ব্যাপক আকারে ভূট্টা চাষ হচ্ছে। ভূট্টা চাষ বৃদ্ধি পাওয়ায় অর্থকরী ফসলে পরিনত হয়েছে। অধিকাংশ কৃষক ভূট্টার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে ফেলেছে। ভূট্রা এখন জনপ্রিয় ফসলে পরিনত হয়েছে।
জানা যায়, সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে ব্যপক আকারে ভূট্রা চাষ হচ্ছে। বিগত মৌসুমের তুলনায় কৃষকরা দ্বিগুন জমিতে ভূট্রা চাষ করছে। বিশেষ করে লক্ষিরচর, রায়ের চর, টেবিরচর, কাজিয়ার চরে ভূট্রা চাষ বৃদ্ধি পেয়েছে। সরেজমিনে এ চর গুলো ঘুরে দেখা ও জানা গেছে গেছে জেলা কৃষি বিভাগের সহযোগিতায় কৃষকরা ভূট্রা চাষ করেছে। কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে থাকায় ভূট্রা জমিতে কোন রোগ বালাই আক্রমন করতে পারেনি। আশা করা যাচ্ছে এবারও বাম্পার ফলন হবে। কথা হয় কৃষক মজিবর (৪০), সাদেক (৪৮) এর সাথে তারা এ প্রতিবেদক কে জানান, কৃষি বিভাগ উন্নত জাতে বীজ পরিমিত সার কীটনাশক সহ সার্বিক পরামর্শ দেয়ায় আমরা ভূট্রা চাষ করেছি। এখন পর্যন্ত রোগ বালাই আক্রমন করতে পারেনি। এতে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
কৃষি বিভাগ ভূট্রা চাষ সদর উপজেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ছড়িয়ে দিয়েছে। এ উপজেলা গুলোর এমন কোন গ্রাম নেই ভূট্রা চাষ না হচ্ছে। সরেজমিনে ডাংধরা, পাররাপুর, পাথরশী, নাংলা, আদ্রা এলাকা ঘুরে দেখা ও জানা গ্রামের পর গ্রাম ভূট্রা গাছের সমারোহ। কৃষক বাবুল (৪০) খাদেম (৫০) জানান তার ১০ বিঘা জমিতে ভূট্রা চাষ করেছে। তারা আরো বলেন কৃষি বিভাগের কল্যানে এবার ভূট্রার বাম্পার ফলন হবে। ভূট্রা এ এলাকার জনপ্রিয় ফসলে পরিনত হয়েছে।